বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজি রিসার্চ অ্যান্ড ইনোভেশন কাউন্সিল (ডিবিটি- আইবিআরআইসি) – টিএইচএসটিআইয়ে উদ্যোগে টিকাবিদ্যায় দ্বিতীয় অ্যাডভান্সড্‌ পাঠক্রম

Posted On: 28 MAY 2024 4:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ মে, ২০২৪ 

 

দ্য ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজি রিসার্চ অ্যান্ড ইনোভেশন কাউন্সিল (আইবিআরআইসি, ভারত সরকারের অধীনস্থ জৈব প্রযুক্তি দপ্তরের একটি সংস্থা) এবং ট্রান্সলেশনাল হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্সটিটিউট (টিএইচএসটিআই)-এর উদ্যোগে টিকাবিদ্যায় দ্বিতীয় টিএইচএসটিআই অ্যাডভান্সড্‌ পাঠক্রমের ব্যবস্থা করা হয়েছে। আইবিআরআইসি- টিএইচএসটিআইয়ের ফরিদাবাদ ক্যাম্পাসে ২০২৪-এর ২৭ মে থেকে ১ জুন পর্যন্ত ৬ দিনের এই পাঠক্রমে উন্নতমানের ভ্যাকসিন উদ্ভাবন এবং বাণিজ্যিকীকরণ সহ নানা দিক নিয়ে আলোচনা হবে। দেশ-বিদেশের প্রতিনিধিরা এতে যোগ দিচ্ছেন। 


কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারডনেস ইনোভেশনস্‌ (সিইপিআই)-এর সহযোগিতায় নেপাল, শ্রীলঙ্কা, ক্যামেরুন, ঘানা, নাইজেরিয়া, তানজানিয়া, কেনিয়া, মিশর এবং রোয়ান্ডার ১০ জন তরুণ গবেষক এই পাঠক্রমে অংশ নিচ্ছেন। কোভিড-১৯ অতিমারী মোকাবিলায় টিকার গবেষণার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছিল আইবিআরআইসি- টিএইচএসটিআই। 


টিকার গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আইবিআরআইসি – টিএইচএসটিআইয়ের বিশ্বমানের পরিকাঠামো রয়েছে। এবারের প্রশিক্ষণে যেসব বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে, তার মধ্যে রয়েছে:  টিকার প্রতিরোধক্ষমতা; প্রি-ক্লিনিক্যাল রিসার্চ; টিকা তৈরির প্রক্রিয়া এবং গুণমান প্রভৃতি। ভ্যাকসিন উদ্ভাবনে আন্তর্জাতিক নেতৃত্বদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হ’ল, টিকার প্রতিরোধ ক্ষমতা। সেদিকে লক্ষ্য রেখেই আইবিআরআইসি- টিএইচএসটিআই আর্থিক দিক থেকে অপেক্ষাকৃত দুর্বল দেশগুলির তরুণ গবেষক ও পেশাদারদের জন্য টিকাবিদ্যা পাঠক্রমের ব্যবস্থা করেছে। 


এই পাঠক্রমের সূচনা করে আইবিআরআইসি – টিএইচএসটিআইয়ের কার্যনির্বাহী অধিকর্তা ডঃ জি কার্তিকেয়ন এ ধরনের প্রশিক্ষণের গুরুত্বের কথা উল্লেখ করেন। 

PG/MP/SB



(Release ID: 2022345) Visitor Counter : 24


Read this release in: English , Urdu , Hindi , Odia , Tamil