স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
দক্ষিণপূর্ণ এশিয়া অঞ্চলে বিপুল সংখ্যক মানুষের সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ সংক্রান্ত বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব
তুলে ধরলেন নানা ডিজিটাল প্রযুক্তি মঞ্চ এবং সুলভে স্বাস্থ্য পরিষেবা প্রদানের প্রশ্নে ভারতের নানা উদ্যোগের কথা
Posted On:
27 MAY 2024 9:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ মে, ২০২৪
দক্ষিণপূর্ণ এশিয়া অঞ্চলে বিপুল সংখ্যক মানুষের সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ সংক্রান্ত বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রী অপূর্ব চন্দ্র। ৭৭-তম বিশ্ব স্বাস্থ্য সাধারণ সভার ফাঁকে জেনিভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া শাখার দপ্তর এবং ভারত সরকারের উদ্যোগে “অ্যাডভান্সিং হেল্থ অ্যান্ড ওয়েলবিয়িং অফ বিলিয়ন্স ইন হু সাউথ ইস্ট এশিয়া রিজিয়ন” শীর্ষক সম্মেলনে আজ ভাষণ দেন তিনি।
আলোচনা শুরু হয় সকলের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাতে নেওয়া প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত মিশনের ওপর একটি ভিডিও প্রদর্শনের মাধ্যমে।
ভাষণে স্বাস্থ্য সচিব স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগানোয় ভারত সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন বিশদে। উঠে আসে কোভিড অতিমারির সময় চালু হওয়া কো-উইন মঞ্চের প্রসঙ্গ। এই মঞ্চকে রূপান্তরিত করা হচ্ছে ইউ-উইনে- যা সার্বিকভাবে শিশুদের টিকা দান এবং সে সংক্রান্ত ডিজিটাল শংসাপত্র তৈরির একটি মঞ্চ। ওষুধ তৈরির ক্ষেত্রে বিশ্বের অন্যতম কেন্দ্র ভারত দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে সুলভে স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে তাঁর মন্তব্য।
স্বাস্থ্য সচিবের বক্তব্যে উঠে আসে বিএইচআইএসএম কিউবের কথা- যা আপৎকালীন পরিস্থিতিতে অন্তত ২০০ জনের চিকিৎসার সহায়ক একটি বিশেষ প্রকরণ বা প্রকৌশল। এটি তৈরি হয়েছে ভারতের আরোগ্য মৈত্রী প্রকল্পের আওতায়।
এই আলোচনাচক্রে বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্রতিষেধক প্রদান ব্যবস্থাপনাকে জোরদার করা, আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত স্বাস্থ্য পরিষেবা প্রদান, বয়স্কদের চিকিৎসা, মানসিক রোগের মোকাবিলা, স্বাস্থ্য পরিষেবা প্রদান প্রণালীর বিকেন্দ্রীকরণ ইত্যাদি বিষয়ে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব হেকালি জিমোমি, রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অরিন্দম বাগচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া শাখার অধিকর্তা সাইমা ওয়াজেদ প্রমুখ।
PG/AC/NS
(Release ID: 2021929)
Visitor Counter : 49