যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

রেগুলেটরদের যৌথ কমিটির বৈঠক ডেকেছে টিআরএআই

Posted On: 22 MAY 2024 6:12PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২২  মে, ২০২৪

 

২১-মে ২০২৪-এর নতুন দিল্লির টিআরএআই-এর সদর দপ্তরে জয়েন্ট কমিটি অফ রেগুলেটর (জেসিওআর)-এর একটি বৈঠক ডাকা হয়। বৈঠকে যোগ দেন জেসিওআর-এর সদস্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই), সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (এসইবিআই), উপভোক্তা বিষয়ক মন্ত্রক এবং টিআরএআই-এর প্রতিনিধিরা। এছাড়াও বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন টেলি-যোগাযোগ দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা। টিআরএআই-এর চেয়ারপার্সন শ্রী অনিল কুমার লাহোটি বৈঠকে বক্তব্য রাখেন। ডিজিটাল বিশ্বে নিয়ন্ত্রণের প্রভাব নিয়ে সমীক্ষা করতে এবং নিয়ন্ত্রণ নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করার লক্ষ্যে টিআরএআই-এর একটি সমন্বয়কারী উদ্যোগ জিসিওআর।

জনসাধারণের কাছে অবাঞ্ছিত বাণিজ্যিক বিজ্ঞাপন বা আনসলিসিটেড কমার্শিয়াল কমিউনিকেশন (ইউসিসি) অত্যন্ত প্রীড়াদায়ক। এতে ব্যক্তিগত পরিসর ব্যাহত হয়। জালিয়াতরাও ইউসিসি-র অপব্যবহার করে। বৈঠকে বিভিন্নভাবে এই ধরনের ইউসিসি এবং দৃষ্কৃতীদের মোকাবিলায় সম্ভাব্য সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। নিম্নলিখিত প্রধান বিষয়গুলি নিয়ে আলোচনা হয়-

     অস্বীকৃত ১০ সংখ্যার মোবাইলের পাশাপাশি ল্যান্ডলাইন থেকেও অবাঞ্ছিত কল। 
     প্রধান সংস্থাগুলি (যারা টেলিফোন ব্যবহার করে বাণিজ্যিক বার্তা দেয়) ১৪০   সিরিজ ব্যবহার করে বিজ্ঞাপনের জন্য।
     প্রধান সংস্থাগুলি ১৬০ সিরিজ ব্যবহার ক’রে নানা ধরনের পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেয় যাতে গ্রাহকরা সহজে চিনতে পারে।
     ইউসিসি কল এবং মেসেজ প্রতিরোধে প্রধান সংস্থাগুলি বিশেষ করে বিএফএসআই (ব্যাঙ্কিং, ফিনান্স সার্ভিসেস অ্যান্ড ইনসিওরেন্স)-এর অন্তর্ভুক্ত সংস্থাগুলির ভূমিকা।
     ডিজিটাল কনসেন্ট অ্যাকুইজিশন (ডিসিএ)-এর মাধ্যমে প্রধান সংস্থাগুলি ডিজিটাল সম্মতি আদায় করতে পারে খুব সহজ এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। এটির ব্যবস্থা করেছে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। গ্রাহকদের যাচাই করে নেওয়া হয় ওটিপি ব্যবহার করে। ডিসিএ-তে কোনো গ্রাহক তাঁর সম্মতি প্রত্যাহারও করতে পারেন। 
     কনটেন্ট টেমপ্লেটে ইউআরএল/এপিকে/ওটিটি লিঙ্ক/কল ব্যাক নাম্বারের তালিকা তৈরি।
     টেলিকম ব্যবহার করেই জালিয়াতি নিয়ন্ত্রণ এবং কেওয়াইসি প্রক্রিয়াকে আরও জোরদার করা।
     প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য আদান-প্রদান।

 

PG/AP/NS


(Release ID: 2021428) Visitor Counter : 39