প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

১৭ – ১৯ মে, ২০২৪ তারিখে নাসিক রোড ক্যাম্পের আর্টিলারি সেন্টারে তাইকোন্ডোতে অনন্যসাধারণ বালকদের বাছাই

प्रविष्टि तिथि: 13 MAY 2024 4:53PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ মে, ২০২৪ 

 

১৭ – ১৯ মে, ২০২৪ তারিখে নাসিক রোড ক্যাম্পের আর্টিলারি সেন্টারে বালকদের স্পোর্টস ক্যাডেট হিসেবে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। নাসিক ক্যাম্প রোডের আর্টিলারি সেন্টারের বয়েজ স্পোর্টস্‌ কোম্পানিতে তাইকোন্ডোতে অনন্যসাধারণ বালকদের বেছে নেওয়া হবে। 

১৭ মে, ২০২৪ তারিখের মধ্যে ৮-১৪ বছর বয়সীরা এতে যোগ দিতে পারবে (১৭ মে, ২০০৮ ও ১৭ মে, ২০১৪ তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে, তারা এতে অংশ নিতে পারবে)। 


বিশেষজ্ঞরা প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা করে দেখবেন। 
প্রার্থীদের জন্মের শংসাপত্র, জাতিগত শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতা, বাসস্থানের প্রমাণপত্র, ৬টি সাম্প্রতিককালের ছবি, জেলা ও তার উপরের স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের শংসাপত্র, আধার কার্ড প্রভৃতি দাখিল করতে হবে। 

বাছাই পর্বে থাকা, খাওয়া, যাতায়াত সবরকম খরচ বহন করতে হবে প্রার্থীকে। নির্বাচিত বালকদের ৩-৬ মাসের মধ্যে জানানো হবে। 

বিশদ তথ্যের জন্য যোগাযোগ করুন –

অফিসার কম্যান্ডিং
আর্মি বয়েজ স্পোর্টস্‌ কোম্পানি
আর্টিলারি সেন্টার, নাসিক ক্যাম্প রোড
পিন – ৯০৮৮০০ 
প্রযত্নে – ৫৬ এপিও
টেলিফোন নম্বর – (এক্সটেনশন ৬০৯৮ এবং ৬২৮০),
তাইকোন্ডো কোচ – ৭০০৫০৫৩৮৮২ 


PG/MP/SB


(रिलीज़ आईडी: 2020508) आगंतुक पटल : 84
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Marathi , Tamil