আয়ুষ
গুজরাটের সুরাটে পুলিশ প্যারেড গ্রাউন্ডে যোগাভ্যাসে সামিল ৭০০০ হাজারের ওপর উৎসাহী মানুষ
বিশ্বে যোগাভ্যাস সম্পর্কে সচেতনতার প্রসারে বড় ভূমিকা নিচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস – বৈদ্য রাজেশ কোটেচা
আন্তর্জাতিক যোগ দিবস ২০২৪-এর দিন ৫০ আগে এই সমারোহে যোগ দিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ
प्रविष्टि तिथि:
02 MAY 2024 11:42AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ মে, ২০২৪
আন্তর্জাতিক যোগ দিবস – ২০২৪-এর আগে সুরাটে আয়োজন হল ‘যোগ মহোৎসব’-এর। শহরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে এই সমারোহে আজ যোগ দেন বিপুল সংখ্যক মানুষ। ব্যক্তিগত ও সমাজিক কল্যাণের ক্ষেত্রে যোগাভ্যাসের ভূমিকা সম্পর্কে সচেতনতার বৃদ্ধির সাক্ষ্য দিলো এই আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়ূষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা, আয়ূষ মন্ত্রকের উপমহানির্দেশক শ্রী সত্যজিৎ পাল, নতুন দিল্লির ইন্টার-ইউনিভারসিটি অ্যাক্সিলারেটর সেন্টার এবং বেঙ্গালুরুর ইন্টার-ইউনিভারসিটি সেন্টার ফর যোগিক সাইন্সেসের নির্দেশক অধ্যাপক অবিনাশ চন্দ্র পান্ডে এবং মোরারজি দেশাই ন্যাশনাল ইন্সটিটিউট অফ যোগা-র নির্দেশক ডঃ কাশীনাথ সামাগান্ডি প্রমুখ।
শৃঙ্খলাবদ্ধ ভাবে এই যোগ মহোৎসব সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন বৈদ্য কোটেচা। তিনি বলেন, আন্তর্জাতিক যোগ দিবস ২০২৩-এ যোগাভ্যাসে সামিল হন ২৩.৫ কোটিরও বেশি মানুষ – যা সারা বিশ্বে যোগাভ্যাসের জনপ্রিয়তাকেই তুলে ধরে। এবছর অংশগ্রহণকারীর সংখ্যা বাড়বে, এমনটা প্রায় নিশ্চিত। আন্তর্জাতিক যোগ দিবস ২০২৪-এর ২৫ দিন আগে বুদ্ধগয়ায় একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, ২০১৫ সালে রাষ্ট্রসংঘের তরফে ২১ জুন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে চিহ্নিত হওয়া এক বড় মাইল ফলক। শারীরিক এবং মানসিক গঠনের ওপর যোগাভ্যাসের ইতিবাচক প্রভাব সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা নিয়েছে ওই দিনটি। আমাদের বাসগ্রহের নানা প্রান্তেই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নানান অনুষ্ঠান, আলোচনাসভা ও কর্মশালার আয়োজিত হয়ে চলছে। দক্ষ যোগ প্রশিক্ষক তৈরি করে তুলতে মোরারজি দেশাই ন্যাশনাল ইন্সটিটিউট অফ যোগা বিশেষ ভূমিকা নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মোরারজি দেশাই ন্যাশনাল ইন্সটিটিউট অফ যোগা-র নির্দেশক ডঃ কাশীনাথ সামাগান্ডি স্বাগত ভাষণে সমবেত সকলকে অকুন্ঠ ধন্যবাদ জানান। তাঁর নির্দেশনায় ৫ হাজারেরও বেশি উৎসাহী মানুষ কমন যোগা প্রোটোকলে নির্দিষ্ট বিধি অনুযায়ী সাধারণ যোগাভ্যাসে সামিল হন।
সমারোহে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশিষ্ট যোগগুরুদের পরামর্শদান ও বার্তা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
আন্তর্জাতিক যোগ দিবস ২০২৪-কে আরও সাফল্যমণ্ডিত করে তুলতে আয়ূষ মন্ত্রক, মোরারজি দেশাই ন্যাশনাল ইন্সটিটিউট অফ যোগা-র সঙ্গে যৌথ ভাবে ‘১০০ দিন, ১০০ শহর, ১০০ সংগঠন’ অভিযানের আওতায় ধারাবাহিক ভাবে গণ যোগাভ্যাস সমারোহের আয়োজন করে চলেছে। সামিল হয়েছে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা।
PG/AC/AS/
(रिलीज़ आईडी: 2019451)
आगंतुक पटल : 116