তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

১৮ তম মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এমআইএফএফ)-এ বিশেষ অ্যানিমেশন কর্মশালার আয়োজন এনএফডিসি-র

Posted On: 22 APR 2024 1:16PM by PIB Kolkata

নতুন দিল্লি ২২ এপ্রিল ২০২৪

 

মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এমআইএফএফ)-এর আয়োজক তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মূল সংস্থা জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম (এনএফডিসি), ১৮তম মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এমআইএফএফ)-এ বিশেষ অ্যানিমেশন কোর্স এবং ভিডিও গ্র্যাফিক্সের ওপর বিশেষ কর্মশালার আয়োজন করেছে। এ ব্যাপারে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় আবেদনপত্র পেশ করতে বলা হয়েছে। 

১৬ থেকে ২০ জুন পর্যন্ত অনুষ্ঠেয় পাঁচদিনের এই কর্মশালায় ওয়ার্নার ব্রাদার্সের একজন বর্ষীয়ান অ্যানিমেশন ছবি নির্মাতা হাজির থাকবেন। তিনি ব্যাটম্যান, ওয়ান্ডার ওম্যানের মতো উল্লেখযোগ্য প্রকল্পে কাজ করেছেন। অংশগ্রহণকারীদের সিনেমাজগত, সিরিজ এবং গেমিং অ্যানিমেশনের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। সেইসঙ্গে তাঁরা হাতেকলমে অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ পাবেন। 

ভারতে অ্যানিমেশন ক্ষেত্রের দ্রুতগতিতে বিকাশ ঘটছে। এই শিল্পের অগ্রগতির হার ২৫ শতাংশ। 

মোট আসন রয়েছে ২০টি। আগে এলে আগে ভিত্তিতে আজ থেকে নথিভুক্তি শুরু হয়েছে। অংশগ্রহণের জন্য ফি ধার্য করা হয়েছে এককালীন ১০ হাজার টাকা। মুম্বইয়ের এনএফডিসি ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

আসন সংখ্যা সীমিত! এখনই নাম নথিভুক্ত করুন

নথিভুক্তি এবং আরও তথ্যের জন্য  https://miff.in/animation-crash-course/ দেখুন অথবা ই-মেল করুন: http://pr@nfdcindia.com–এ।

 

PG/MP/CS


(Release ID: 2018477) Visitor Counter : 50