প্রতিরক্ষামন্ত্রক
দেশের পূর্ব উপকূলে নৌ-নিরাপত্তা সম্পর্কিত চ্যালেঞ্জের মোকাবিলায় বিশেষ মহড়া ও অভিযান ভারতীয় নৌ-বাহিনীর
Posted On:
20 APR 2024 6:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ এপ্রিল, ২০২৪
নৌ-বাহিনীর পূর্বাঞ্চলের ফ্ল্যাগ অফিসার কম্যান্ডিং-ইন-চিফ-এর তত্ত্বাবধানে বাহিনীর পক্ষ থেকে পূর্ব উপকূলে ‘পুরবী লেহর’ মহড়া ও অভিযান চালানো হয়। নৌ-নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় ভারতীয় নৌ-বাহিনী কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতেই এই মহড়া ও অভিযানের আয়োজন করা হয়।
মহড়া চলাকালীন সার্বিক প্রক্রিয়াটিতে বাহিনীর জাহাজ, সাবমেরিন, বিমান এবং বিশেষ বাহিনী অংশগ্রহণ করে।
এই মহড়া ও অভিযানের মাধ্যমে অংশগ্রহণকারীদের কাছে বাস্তব পরিস্থিতি সম্পর্কে নানাভাবে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি, তাদের ওয়াকিবহালও করে তোলা হয়। এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলে নৌ-নিরাপত্তা সম্পর্কিত যে কোন চ্যালেঞ্জের মোকাবিলায় বাহিনীর পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলার সুযোগ থাকবে।
PG/SKD/DM
(Release ID: 2018400)
Visitor Counter : 65