শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
ইপিএফও-র সদস্য সংখ্যা এবছর ফেব্রুয়ারিতে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৮ হাজার
শুধুমাত্র ফেব্রুয়ারি ২০২৪-এ ৭ লক্ষ ৭৮ হাজার নতুন সদস্য ইপিএফও-র অন্তর্ভুক্ত হয়েছেন
Posted On:
20 APR 2024 4:44PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ এপ্রিল, ২০২৪
ইপিএফও-র সাময়িক পে-রোল ডেটা প্রকাশিত হয়েছে। আজ ঘোষিত এই পরিসংখ্যানগত তথ্য অনুযায়ী এবছরের ফেব্রুয়ারি মাসে ইপিএফও-য় অন্তর্ভুক্ত হয়েছেন ১৫ লক্ষ ৪৮ হাজার সদস্য।
পরিসংখ্যানগত তথ্যে আরও জানা গেছে যে ফেব্রুয়ারি ২০২৪-এ অন্তর্ভুক্ত মোট সদস্য সংখ্যার মধ্যে ৭ লক্ষ ৭৮ হাজার জন হলেন নতুন সদস্য।
পে-রোল ডেটা থেকে আরও সুস্পষ্ট যে প্রায় ১১ লক্ষ ৭৮ হাজার সদস্য ইপিএফও-র আওতা থেকে বেরিয়ে গেলেও পরবর্তীকালে তাঁরা আবার ইপিএফও-র সদস্য হয়েছেন। এই সদস্যরা ইপিএফও-র আওতা থেকে বেরিয়ে গিয়ে নতুন নতুন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হন। কিন্তু পরবর্তীকালে তাঁরা তাঁদের সঞ্চিত অর্থ আবার ইপিএফও-র আওতায় হস্তান্তরের জন্য আবেদন জানিয়েছিলেন।
PG/SKD/AS
(Release ID: 2018369)
Visitor Counter : 81