প্রতিরক্ষামন্ত্রক
ডিআরডিও-র ওড়িশা উপকূলে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ
Posted On:
18 APR 2024 3:38PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ এপ্রিল ২০২৪
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ওড়িশার চাঁদিপুর উপকূলে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এই উৎক্ষেপণের সময় র্যাডার, ইলেক্ট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম এবং আইটিআর-এর টেলিমেট্রির সাহায্যে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা হয়। এছাড়াও ভারতীয় বিমানবাহিনী এসইউ-৩০-এমকে-১ যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণ প্রত্যক্ষ করা হয়।
ক্ষেপণাস্ত্রটি সমুদ্র পৃষ্ঠের খুব কাছ দিয়ে তার নির্ধারিত পথ অতিক্রম করেছে। এর ফলে, বেঙ্গালুরুর গ্যাস টার্বাইন রিসার্চ এস্টাব্লিসমেন্টের দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত প্রপালসন ব্যবস্থাপনার কার্যকারিতাও প্রমাণিত হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি যাতে নির্দিষ্ট স্থানে আঘাত হানতে পারে তা নিশ্চিত করার জন্য উন্নতমানের সফটওয়ার ব্যবহার করা হয়েছে। ডিআরডিও-র অ্যারোন্যাটিক্যাল ডেভলপমেন্ট এস্টাব্লিসমেন্ট এটি উদ্ভাবন করেছে। ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ডিআরডিও-র বিভিন্ন গবেষণাগারের বিজ্ঞানীরা প্রত্যক্ষ করেন।
প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের জন্য ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এর ফলে ভারতীয় প্রতিরক্ষা শিল্পের গবেষণা ও উন্নয়ন শাখা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করলো। প্রতিরক্ষা দপ্তরের গবেষণা ও উন্নয়ন শাখার সচিব এবং ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ সমীর ভি কামাত পরীক্ষামূলক সফল উৎক্ষেপণের জন্য সংস্থার সকলকে অভিনন্দন জানিয়েছেন।
PG/CB/AS
(Release ID: 2018196)
Visitor Counter : 86