কেন্দ্রীয়লোকসেবাআয়োগ
azadi ka amrit mahotsav

সিভিল সার্ভিসেস পরীক্ষা, ২০২৩-এর চূড়ান্ত ফল ঘোষণা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের

प्रविष्टि तिथि: 16 APR 2024 1:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ এপ্রিল, ২০২৪

 

২০২৩ সালের সিভিল সার্ভিসেস পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)।গত বছরের সেপ্টেম্বরে লিখিত পরীক্ষা এবং ২০২৪-এর জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ চূড়ান্ত করা হয়। মেধা তালিকা অনুযায়ী, নিম্নলিখিত পদগুলিতে প্রার্থীদের নিয়োগের সুপারিশ করা হয়েছে। এগুলি হল – 

১) ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস;
২) ইন্ডিয়ান ফরেন সার্ভিস;
৩) ইন্ডিয়ান পুলিশ সার্ভিস
এবং
৪) সেন্ট্রাল সার্ভিসেস, গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’।

সব মিলিয়ে মোট ১,০১৬ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ১৮০ জন আইএএস, ১৩৭ জন আইএফএস, ২০০ জন আইপিএস, সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘এ’-তে ৬১৩ জন এবং সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘বি’-তে ১১৩ জন প্রার্থীকে নিয়োগ করা হবে। 

ইউপিএসসি-র ওয়েবসাইট http://http//www.upsc.gov.in-এ পরীক্ষার ফল জানা যাবে। ১৫ দিনের মধ্যে নম্বরও জানতে পারবেন প্রার্থীরা। 

ইংরেজিতে ফলাফল জানতে এখানে ক্লিক করুন – 
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/apr/doc2024416331301.pdf

PG/MP/DM


(रिलीज़ आईडी: 2018037) आगंतुक पटल : 139
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Punjabi , Gujarati , Telugu