প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

অর্থবছর ২০২৩-২৪-এ প্রতিরক্ষা রপ্তানী ২১,০৮৩ কোটি টাকার রেকর্ড স্পর্শ করলো, গত অর্থ বছরের তুলনায় বৃদ্ধি ৩২.৫%, বেসরকারি ক্ষেত্রের অবদান ৬০%, ডিপিএসইউগুলির- ৪০%

Posted On: 01 APR 2024 5:27PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ১ এপ্রিল, ২০২৪

 

অর্থবছর ২০২৩-২৪-এ প্রতিরক্ষা রপ্তানী ২১,০৮৩ কোটি টাকার রেকর্ড স্পর্শ করলো, যা প্রায় ২.৬৩ বিলিয়ন মার্কিন ডলারের সমান। গত অর্থ বছরে প্রতিরক্ষা রপ্তানীর পরিমান ছিল ১৫,৯২০ কোটি টাকা। অর্থবছর ২০১৩-১৪-এর তুলনায় গত ১০ বছরে প্রতিরক্ষা রপ্তানী ৩১ গুণ বৃদ্ধি পেয়েছে। 

প্রতিরক্ষা রপ্তানীর ক্ষেত্রে এ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড গড়তে বেসরকারি এবং প্রতিরক্ষা রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলি সহ প্রতিরক্ষা মন্ত্রক নানাবিধ প্রয়াস গ্রহণ করে। বেসরকারি ক্ষেত্র এবং ডিপিএসইউগুলির অবদান এক্ষেত্রে যথাক্রমে ৬০ এবং ৪০%। 

এছাড়াও অর্থবছর ২০২৩-২৪-এ প্রতিরক্ষা রপ্তানীকারকদের রপ্তানী অনুমোদনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। অর্থবছর ২০২২-২৩এ যেখানে রপ্তানী অনুমোদনের সংখ্যা ছিল ১৪১৪ তা অর্থবছর ২০২৩-২৪এ বৃদ্ধি পেয়ে হয়েছে ১৫০৭। 

গত দু-দশকের পরিসংখ্যানগত তুলনামূলক বিশ্লেষণে দেখা যাচ্ছে ২০০৪-০৫ থেকে ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ থেকে ২০২৩-২৪এর এই সময়কালে প্রতিরক্ষা রপ্তানী ২১ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০০৪-০৫ থেকে ২০১৩-১৪ পর্যন্ত মোট প্রতিরক্ষা রপ্তানীর পরিমান ছিল ৪৩১২ কোটি টাকা যা ২০১৪-১৫ থেকে ২০২৩-২৪ এই সময়কালে বেড়ে দাঁড়িয়েছে ৮৮৩১৯ কোটি টাকা। 

বৃদ্ধির ক্ষেত্রে এই অসাধারণ সাফল্য অর্জন করা গেছে স্বচ্ছন্দ্যে ব্যবসা করার সরকারের নীতিগত সংস্কারের জন্য। এছাড়াও প্রতিরক্ষা রপ্তানীর প্রসারের ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত ভারতীয় শিল্পসংস্থাগুলিকে ডিজিটাল সমাধান সূত্র জোগানো হয়েছে। প্রতিরক্ষা রপ্তানী ক্ষেত্রে এই বৃদ্ধি প্রমান করে ভারতীয় প্রতিরক্ষা পণ্য ও প্রযুক্তির বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা বাড়ছে। 

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা রপ্তানীর ক্ষেত্রে এই নতুন মাইলফলক অর্জনের জন্য এক্স হ্যান্ডেলে সমস্ত অংশীদারদেরকে অভিনন্দন জানিয়েছেন। 
    


PG/AB/NS


(Release ID: 2017914) Visitor Counter : 97