প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

জলদস্যু বিরোধী অভিযানে সাফল্যের জন্য আইএনএস সারদাকে অন দ্য স্পট ইউনিট শংসা প্রদান করা হল

Posted On: 06 APR 2024 7:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ এপ্রিল, ২০২৪

 

জলদস্যু বিরোধী অভিযানে সাফল্যের স্বীকৃতিতে আইএনএস সারদাকে অন দ্য স্পট ইউনিট শংসা প্রদান করা হল। কোচিতে দক্ষিণাঞ্চলীয় নৌ-কম্যান্ড সফরের সময় নৌ-সেনা প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার এই জাহাজটিকে ‘অন দ্য স্পট ইউনিট’ শংসা প্রদান করেন। সোমালিয়ার পূর্ব উপকূলে ইরানের মাছ ধরার জাহাজ ‘ওমারি’র ১৯ জন নাবিক (১১ জন ইরানি এবং ৮ জন পাকিস্তানি)-কে নিরাপদে উদ্ধার করে এই জাহাজটি। 

জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া ইরানের এই মাছ ধরা জাহাজকে উদ্ধারের জন্য আইএনএস সারদাকে দায়িত্ব দেওয়া হয়। দূর সংবেদন ব্যবস্থাপনার মাধ্যমে চালিত (আরপিএ) নৌ-সেনার বিমান থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে আইএনএস সারদা ছিনতাই হওয়া জলযানটিকে চিহ্নিত করে এবং রাতভর গোপনে ধাওয়া করে। ২ ফেব্রুয়ারি, ২০২৪ ভোরে জাহাজের উদ্ধারকারী দল সক্রিয় হয়। সোমালি জলদস্যুরা বাধ্য হয় বন্দী নাবিকদের ছেড়ে দিতে। ভারত মহাসাগর অঞ্চলে জলদস্যুদের দৌরাত্ম্য ঠেকাতে ধারাবাহিকভাবে কাজ করেছে আইএনএস সারদা। 

কোচির অনুষ্ঠানে নৌ-সেনা প্রধান আইএনএস সারদার কর্মীদের সঙ্গে কথা বলেন এবং সাফল্যের জন্য অভিনন্দন জানান। 

PG/AC/DM


(Release ID: 2017382) Visitor Counter : 55