জাহাজচলাচলমন্ত্রক
২০২৩-২৪ অর্থবর্ষে পণ্য পরিবহণে সর্বকালীন রেকর্ড কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের
Posted On:
05 APR 2024 12:02PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ এপ্রিল, ২০২৪
১৮৭০ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৫৪ বছরের ইতিহাসে ২০২৩-২৪ অর্থবর্ষে কলকাতা ডক সিস্টেম (কেডিএস) এবং হলদিয়া ডক কমপ্লেক্স (এইচডিসি) সহ পণ্য পরিবহণে সর্বকালীন রেকর্ড গড়ল কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। এই অর্থবর্ষে ৬৬.৪ মিলিয়ন মেট্রিক টন (এমএমটি) পণ্য পরিবহণ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১.১১ শতাংশ বেশি। ২০২২-২৩ অর্থবর্ষে এই পণ্য পরিবহণের পরিমাণ ছিল ৬৫.৬৬ মিলিয়ন মেট্রিক টন।
শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের চেয়ারম্যান শ্রী রথীন্দ্র রমন বলেছেন, ধারাবাহিক কৌশলগত উদ্যোগ, সুরক্ষা ব্যবস্থা, বাণিজ্যিক উন্নয়ন সহ বেশ কিছু উদ্যোগের ফলে এই নজিরবিহীন সাফল্য সম্ভব হয়েছে।
তিনি জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে হলদিয়া ডক কমপ্লেক্সে ৪৯.৫৪ এমএমটি পণ্য চলাচল করেছে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ এবং ২০২২-২৩ অর্থবর্ষে এই পণ্য চলাচলের পরিমাণ ছিল ৪৮.৬০৮ এমএমটি। সেই হিসেবে এই অর্থবর্ষে বৃদ্ধির পরিমাণ ১.৯১ শতাংশ। অন্যদিকে, কলকাতা ডক সিস্টেমে ২০২৩-২৪ অর্থবর্ষে ১৬.৮৫৬ এমএমটি পণ্য চলাচল করেছে। ২০২২-২৩ অর্থবর্ষে এই পরিমাণ ছিল ১৭.০৫২ এমএমটি।
শ্রী রমন আরও জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে বন্দরের অতিরিক্ত আয় হয়েছে ৫০১.৭৩ কোটি টাকা। আগের অর্থবর্ষের ৩০৪.০৭ কোটি টাকার তুলনায় এই বৃদ্ধি ৬৫ শতাংশ।
২০২৩-২৪ অর্থবর্ষে ২০১.২৩ কোটি টাকার চারটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে।
PG/MP/SKD
(Release ID: 2017297)
Visitor Counter : 79