বিদ্যুৎমন্ত্রক
azadi ka amrit mahotsav

অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সুড়ঙ্গ খননের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে এসজেভিএন - এর পাটনা আইআইটি-র সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর

Posted On: 03 APR 2024 12:48PM by PIB Kolkata


নয়াদিল্লি, ০৩ এপ্রিল, ২০২৪ 

 

সুড়ঙ্গ খননের কাজে কম সময় এবং অর্থ ব্যয়ের লক্ষ্যে এসজেভিএন লিমিটেড পাটনা আইআইটি-র সঙ্গে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। এর ফলে, বিভিন্ন বিশ্লেষণাত্মক তথ্য ব্যবহার করে সুড়ঙ্গ খননের কাজে নানাবিধ ঝুঁকি এড়ানো যাবে। এছাড়াও, সম্ভাব্য বিপদের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা সম্ভব হবে। এক্ষেত্রে ভূ-কারিগরি তথ্যকেও কাজে লাগানো হবে। এসজেভিএন – এর চেয়ার পার্সন এবং ম্যানেজিং ডায়রেক্টর শ্রীমতী গীতা কাপুর জানান, বিভিন্ন ধরনের মাটি সংক্রান্ত তথ্যকে কাজে লাগিয়ে অত্যাধুনিক এক প্রযুক্তি উদ্ভাবন করা হবে। এক্ষেত্রে ভৌগোলিক সমীক্ষা এবং খনন সংক্রান্ত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হবে। 
নতুন দিল্লিতে ২ এপ্রিল সমঝোতাপত্র স্বাক্ষরের সময় এসজেভিএন এবং পাটনা আইআইটি-র শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

PG/CB/SB


(Release ID: 2017106) Visitor Counter : 70