বিদ্যুৎমন্ত্রক
পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে আর্থিক পরিষেবা প্রদান বিভাগে স্কচ ইএসজি পুরস্কার জিতে নিল আরইসি
Posted On:
01 APR 2024 6:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ এপ্রিল, ২০২৪
বিদ্যুৎ মন্ত্রকের আওতাধীন মহারত্ন কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা আরইসি লিমিটেড পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে আর্থিক পরিষেবা প্রদান বিভাগে স্কচ ইএসজি পুরস্কার জিতে নিল। আরইসি অ-ব্যাঙ্কিং ঋণদানকারী সংস্থা হিসেবেও সুপরিচিত। সংস্থার কার্যনির্বাহী নির্দেশক শ্রী টি এস সি বশ নতুন দিল্লিতে এই পুরস্কার গ্রহণ করেন।
পরিবেশ-বান্ধব শক্তিক্ষেত্রের প্রসারে দেশের উদ্যোগকে নানানভাবে জোরদার করে চলেছে আরইসি। সৌরবিদ্যুৎ, গ্রিন অ্যামোনিয়া, গ্রিন হাইড্রোজেন প্রভৃতি ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে সরাসরি সহায়তা দিয়ে থাকে এই সংস্থা। মেট্রো রেল, বিমানবন্দর, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ, সামাজিক ও বাণিজ্যিক পরিকাঠামো, ইস্পাত ও তৈল শোধন ক্ষেত্রেও এই সংস্থার কর্মকাণ্ড প্রসারিত। পরিবেশ-বান্ধব শক্তিক্ষেত্রে আরইসি-র সক্রিয়তা ক্রমবর্ধমান। ২০৩০ নাগাদ সংস্থাটির সম্পদ ১০ গুণ বেড়ে ৩ লক্ষ কোটি টাকাতে পৌঁছবে বলে অনুমান।
স্কচ ইএসজি পুরস্কারের মাধ্যমে পরিবেশ, সমাজ এবং প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়া হয়। ‘ভারত ২০৪৭’-এর স্বপ্ন পূরণে অবদানের প্রশ্নে গুরুত্বপূর্ণ মাপকাঠি হয়ে উঠেছে এই পুরস্কার।
PG/AC/DM
(Release ID: 2016943)
Visitor Counter : 67