শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
azadi ka amrit mahotsav

বেতনভুক কর্মচারী সংক্রান্ত তথ্যাদি: ইপিএফও-তে জানুয়ারি মাসে যে ১৬.০২ লক্ষ সদস্য যুক্ত হয়েছেন, তার মধ্যে ৮.০৮ লক্ষ সদস্য নতুন

प्रविष्टि तिथि: 24 MAR 2024 8:15PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ মার্চ, ২০২৪ 


কর্মচারী ভবিষ্যনিধি তহবিল বা ইপিএফও-র ২৪ মার্চ প্রকাশিত তথ্যানুযায়ী এ বছরের জানুয়ারি মাসে ১৬.০২ লক্ষ সদস্য যুক্ত হয়েছেন। 
জানুয়ারি মাসে নতুন করে ৮ লক্ষ ৮ হাজার সদস্য নাম নথিভুক্ত করেছেন। এদের মধ্যে ১৮ থেকে ২৫ বছর বয়সী সদস্যদের সংখ্যা বেশি। নতুন সদস্যদের মধ্যে ৫৬.৪১ শতাংশ সদস্য তরুণ, যাঁরা এই প্রথম কোথাও কাজে নিযুক্ত হয়েছেন। 
ইপিএফও-র বেতনভুক কর্মচারী সংক্রান্ত তথ্যানুযায়ী, ১২ লক্ষ ১৭ হাজার সদস্য পুরনো কর্মস্থল ছেড়ে নতুন সংস্থায় কাজে যোগদান করেছেন। এইসব সদস্যরা দীর্ঘমেয়াদী আর্থিক সুফল পাওয়ার জন্য এবং নিজেদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। 
নতুন যে ৮ লক্ষ ৮ হাজার সদস্য ইপিএফও-তে যুক্ত হয়েছেন, তাঁদের মধ্যে ২ লক্ষ ৫ হাজার জন মহিলা। এর মাধ্যমে কর্ম ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির চিত্রটি প্রতিফলিত। 
মাস-ভিত্তিক তথ্যানুযায়ী, আর্থিক সংস্থা, কম্প্যুটারের বিপণন ও পরিষেবা প্রদান সংস্থা, হাসপাতালগুলিতে বেশি সংখ্যক কর্মী নিয়োগ করা হয়েছে। নিয়োগ হওয়া সদস্যদের মধ্যে ৪০ শতাংশেরও বেশি বিশেষজ্ঞ হিসেবে কোনও প্রতিষ্ঠানে কাজ শুরু করেছেন।
বেতনভুক কর্মচারীদের এই তথ্যগুলি প্রভিশনাল বা আপাতকালীন। ইপিএফও-র তথ্য ভান্ডারে কর্মচারীদের বিষয়ে তথ্য নিরন্তর যুক্ত হয়। এই প্রথম সংশ্লিষ্ট তথ্য ভান্ডারে আধার – এর যাচাই করা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর সদস্যদের প্রদান করা হয়েছে। 

PG/CB/SB


(रिलीज़ आईडी: 2016384) आगंतुक पटल : 116
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Tamil , Telugu