প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ন্যাশনাল অ্যাকাডেমি অফ কাস্টমস, ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কোটিকস-ন্যাসিনের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

Posted On: 16 JAN 2024 6:23PM by PIB Kolkata

নতুন দিল্লি ১৬ জানুয়ারী ২০২৪


অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল শ্রী এস আব্দুল নাজিরজী, মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিজী, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সতীর্থ নির্মলা সীতারামনজী, পঙ্কজ চৌধুরীজী এবং ভগবত কিষাণ রাও কারাদজী, অন্য অভ্যাগতবৃন্দ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ।
ন্যাশনাল অ্যাকাডেমি অফ কাস্টমস, ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কোটিকস-ন্যাসিনের অসাধারণ এই ক্যাম্পাসে আপনাদের সকলকে অভিনন্দন। সত্য সাই জেলায় অবস্থিত এই ক্যাম্পাস নিজগুনে অনন্য। এই এলাকা আমাদের সংস্কৃতিকে তুলে ধরে যা, অধ্যাত্মবাদ, দেশ গঠন এবং সুশাসনের সঙ্গে সম্পৃক্ত। আপনারা সকলেই জানেন, পুত্তাপার্থি শ্রী সত্য সাইবাবার জন্মস্থল। মহান স্বাধীনতা সংগ্রামী পদ্মশ্রী শ্রী কাল্লুর সুব্বা রাও-এর কর্মক্ষেত্র। এই এলাকা সনামধন্য পুতুলনাচ শিল্পী দালাভাই চলাপতি রাওকে এক নতুন পরিচিতি দিয়েছে। এটা এমন এক জায়গা যা মহিমান্নিত বিজয়নগর রাজবংশের শাসনকাজে অনুপ্রেরণা জুগিয়েছে। প্রেরণাদায়ক এই স্থলেই ন্যাসিনের নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়েছে। আমার বিশ্বাস এই ক্যাম্পাস সুশাসনের এক নতুন ভিত্তি রচনা করবে এবং শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে নতুন শক্তি যোগাবে।
বন্ধুগণ, 
আজ থিরুভাল্লুভার দিবস। সন্ত থিরুভাল্লুভার বলেছিলেন, उरुपोरुळुम उल्गु-पोरुळुम तन्-वोन्नार, तिरु-पोरुळुम वेन्दन पोरुळ- যার মানে হল শত্রুর কাছ থেকে প্রাপ্ত ধন সম্পদ এবং রাজস্ব হিসেবে রাজকরের ওপর রাজার অধিকার রয়েছে। গণতন্ত্রে রাজা বলে কিছু নেই। জনসাধারণ শাসন করেন এবং সরকারের কাজ হল দেশের মানুষের সেবা করা। ফলে, আপনাদের এক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে, যা হল সরকার যাতে প্রভূত শুল্ক আদায় করতে পারে, তা সুনিশ্চিত করা।
বন্ধুগণ, 
এখানে আসার আগে পবিত্র লেপাক্সিতে বীরভদ্র মন্দিরে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। সেখানে আমি রঙ্গনাথ রামায়নামু শুনেছি। পূন্যার্থীদের সঙ্গে সেখানে আমি ভজন-কীর্তনেও যোগ দিয়েছি। আমার বিশ্বাস, এরই নিকটবর্তী কোনো জায়গায় জটায়ুর সঙ্গে ভগবান রামচন্দ্রের কথোপকথন হয়েছিল। আপনারা প্রত্যেকেই জানেন, অযোধ্যায় রামমন্দিরে প্রানপ্রতিষ্ঠার পূর্বে ১১ দিন আমি অনশন ব্রত পালন করছি। এই পবিত্র সময়কালে এখানে এসে স্বর্গীয় আশীর্বাদধন্য হয়েছি । এই সময়টা সারা দেশ রামের ভাবাবেগে আচ্ছন্ন হয়ে আছে এবং সর্বত্রই রামের প্রতি ভক্তি প্রদর্শন নজরে আসছে। যদিও বন্ধুগণ, ভগবান শ্রী রামচন্দ্রের জাীবনে অনুপ্রেরণা কেবল বিশ্বাস ও ভক্তির ছন্দের বাইরেও বহুধা ব্যাপৃত। ভগবান রামচন্দ্র হলেন সামাজিক জীবনে সুশাসনের প্রতীক। যা আপনাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রেও মহান অনুপ্রেরণা হিসেবে দেখা দিতে পারে। 
বন্ধুগণ,
মহাত্মা গান্ধী বলতেন, রাম রাজ্যের ধারণাই আসল গণতন্ত্রের নির্যাস। গান্ধীজীর এই বক্তব্য তাঁর দৃষ্টিভঙ্গি এবং জীবনের সাধনার এক বহিঃপ্রকাশ। রামরাজ্য সেই গণতান্ত্রিক ব্যবস্থাকেই তুলে ধরে, যেখানে প্রত্যেকটি নাগরিকের কথা শোনা হয় এবং তারা প্রত্যেকেই উপযুক্ত সম্মান পান। রামরাজ্যে নাগরিকদের বলা হত रामराज्यवासी त्वम्, प्रोच्छ्रयस्व ते शिरम्। न्यायार्थं यूध्य्स्व, सर्वेषु समं चर। परिपालय दुर्बलं, विद्धि धर्मं वरम्। प्रोच्छ्रयस्व ते शिरम्, रामराज्यवासी त्वम्।   যার অর্থ হল, “ রাম রাজ্যের নাগরিকবৃন্দ আপনাদের মাথা উঁচুতে তুলে ধরুন। ন্যায়ের জন্য লড়াই করুন, প্রত্যেককে সমান চোখে দেখুন, দুর্বলকে রক্ষা করুন, ধর্মকে মহান জ্ঞান করুন। কারণ জানবেন আপনারা রাম রাজ্যের বাসিন্দা।” রাম রাজ্য সুশাসনের চারটি মূল ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। যেখানে প্রত্যেকে মর্যাদার সঙ্গে নির্ভয়ে বিচরণ করতে পারেন। প্রত্যেক নাগরিকের প্রতি অনুরূপ ন্যায় বিচার করা হয় এবং দুর্বলের রক্ষাকে সুনিশ্চিত করা হয়। যেখানে ধর্ম অর্থে কর্তব্যকে সর্বোচ্চ বলে গন্য করা হয়। আজ এই একবিংশ শতাব্দীতে আপনাদের এই আধুনিক প্রতিষ্ঠানের চারটি মূল লক্ষ্য এই আদর্শের ভিত্তিতেই পরিচালিত। আপনারা সবসময় একজন প্রশাসক হিসেবে এই নিময় এবং বিধি সম্পাদন করে যাবেন। 
বন্ধুগণ, 
ন্যাসিনের ভূমিকা হল দেশকে এক আধুনিক পরিমন্ডল যোগানো। এমন এক পরিমন্ডল যা ভারতের ব্যবসা বাণিজ্যে গতি সঞ্চার করবে এবং বিশ্ব বাণিজ্যে বন্ধুত্বপূর্ণ বাতাবরণে ভারতকে এক বৃহৎ অংশীদার করে তুলবে। দেশে কর, শুল্ক এবং মাদক ক্ষেত্রে ব্যবসার সাচ্ছন্দ্য বিধান করবে। যে কোনোরকম অন্যায়কে শক্ত হাতে দমন করতে হবে। কিছুক্ষণ আগে আমি কয়েকজন তরুণ শিক্ষানবিসের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাদের এই প্রজন্ম অমৃতকালে নেতৃত্ব দেবে। সরকার তাদের ওপর নানা ক্ষমতা দিচ্ছে। ক্ষমতার সুব্যবহার আপনাদের বিচক্ষণতার ওপর নির্ভরশীল। আপনারা ভগবান রামের জীবন থেকে এর অনুপ্রেরণা পেতে পারেন। উদাহরণস্বরূপ ভগবান রাম লক্ষণকে বলছেন, नेयं मम मही सौम्य दुर्लभा सागराम्बरा । न हीच्छेयम धर्मेण शक्रत्वमपि लक्ष्मण- যার অর্থ হল সাগর ঘেরা এই পৃথিবী আমার কাছে বিরল নয়। তবে, অনৈতিক উপায়ে ইন্দ্র রাজ্যও আমার কাছে কাঙ্খিত নয়। আমরা দেখে থাকি যে, মানুষরা তাঁদের কর্তব্য এবং শপথ কোনোরকম নগন্য প্রলোভন ও প্ররোচনায় ভুলে বসেন। ফলে, আপনাদের কর্মজীবনে আপনারা ভগবান রামচন্দ্রের কথা স্মরণ করবেন।
বন্ধুগণ, 
আপনারা প্রত্যক্ষভাবে কর ব্যবস্থার সঙ্গে যুক্ত। তুলসী দাসজী রাজ রাজ্য কর আদায়ের যে কথা বলেছিলেন, তা এক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন, नेयं मम मही सौम्य दुर्लभा सागराम्बरा । न हीच्छेयम धर्मेण शक्रत्वमपि लक्ष्मण – যার অর্থ দাঁড়ায় পৃথিবীর বুকে সূর্যের আলোয় জল যেমন বাষ্প হয়ে ওপরে উঠে মেঘ আকারে ঘণীভূত হয়ে বৃষ্টিরূপে পৃথিবীর বুকে পুণরায় নেমে সমৃদ্ধি নিয়ে আসে। আমাদের কর ব্যবস্থাও তেমনি। আমাদের প্রয়াস হবে জনসাধারণের কাছ থেকে কর হিসেবে প্রাপ্ত প্রতিটি টাকা জনকল্যাণে ব্যবহৃত হয়ে যেন সমৃদ্ধির প্রেরণাদায়ক হয়ে উঠতে পারে। আপনারা দেখে থাকবেন, গত ১০ বছরে গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিপূর্বে সচ্ছতার অভাবে ব্যবসায়ীকরা এবং সৎ করদাতারা নানা অসুবিধার মুখোমুখি হতেন। আমরা জিএসটি চালু করেছি। আয়কর ব্যবস্থার সরলীকরণ ঘটিয়েছি এবং দেশে মুখবিহীন কর মূল্যায়ন ব্যবস্থার সূচনা করেছি। ২০১৪ সালে যেখানে ২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড়ের সুবিধা ছিল, আমরা সেই সীমা ৭ লক্ষ টাকায় নিয়ে এসেছি। ২০১৪ সাল থেকে আমাদের সরকারের দেওয়া কর ছাড় ব্যবস্থার মাধ্যমে দেশের মানুষরা আড়াই লক্ষ কোটি টাকা কর সঞ্চয় করতে পেরেছেন। আজ যখন করদাতারা দেখেছেন, তাঁদের দেওয়া করের সদ্ব্যবহার করা হচ্ছে, তখন তাঁরা কর দিতেও এগিয়ে আসছেন।
বন্ধুগণ,
সরকারকে একজন ভালো মালি, কৃষক ও সূর্যের ভূমিকা নিতে হবে। একজন মালি যেমন দুর্বল গাছকে বাঁচায়, ঠিক তেমনি সরকারেরও ভূমিকা হবে সমাজের দুর্বল সম্প্রদায়ের মানুষকে স্বশক্তি প্রদান করা। সূর্য যেমন অন্ধকারকে দূর করে, পরিবেশকে শুদ্ধ করে এবং বৃষ্টিধারা নিয়ে আসতে সাহায্য করে, গত ১০ বছরে আমাদেরও লক্ষ্য ছিল গরীব, কৃষক, মহিলা এবং যুবদের স্বশক্তি প্রদান করা। গত ১০ বছরে ১০ কোটি ভুয়ো সুবিধাভোগীকে আমরা বাতিল করে দিয়েছি। আজ দিল্লি থেকে প্রতিটি টাকা প্রকৃত সুবিধাভোগীর ব্যাঙ্ক আমানতে পৌঁছচ্ছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি এবং আমাদের সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রই হল দুর্নীতিপরায়ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহন। 
বন্ধুগণ, 
দেশের উন্নয়নে আমরা সদর্থক ফল পাচ্ছি এবং এই উন্নয়নের সুফল যাতে রাজ্যগুলির অগ্রগতির সঙ্গে সম্পর্কযুক্ত হয়, সেব্যাপারে আমরা যত্নবান। নীতিআয়োগের সাম্প্রতিক সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে, সরকার যখন দরিদ্রদের জন্য সমব্যাথী এবং তাদের কল্যাণে ব্যবস্থা নেয়, তখন তা উন্নতির সহায়ক হয়ে ওঠে। নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে, আমাদের সরকারের ৯ বছরের শাসনকালে ২৫ কোটি মানুষ দারিদ্রসীমা কাটিয়ে উঠেছেন। যে দেশে দশকের পর দশক ধরে কেবল গরিবী হঠাও শ্লোগানই দেওয়া হয়েছে, সেখানে কেবল ৯ বছরের শাসনকালে ২৫ কোটি মানুষকে দারিদ্রসীমার নীচে উঠিয়ে আনা এক কথা অভূতপূর্ব। আমাদের সরকার গরিবদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের সুযোগের সম্প্রসারণ ঘটিয়েছে। দরিদ্রদের যদি সক্ষমতা বাড়ে, এবং তাদের সহায়ক সুবিধা দেওয়া হয়, তখন অনায়াসেই তারা দারিদ্রাবস্থা কাটিয়ে উঠতে পারে। ভারতে দারিদ্রাবস্থা হ্রাস পাওয়ায় প্রত্যেকের মধ্যে আস্থাভাব গড়ে উঠেছে। এতে দেশের মর্যাদাও বৃদ্ধি পেয়েছে। আপনারা যারা বিশ্ব অর্থনীতির সঙ্গে পরিচিত, তারা জানানে ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেনীর আর্থিক কাজকর্মে গুরুত্বপূর্ণ অবদান থাকে। আপনারা যারা ন্যাসিনে রয়েছেন, তারা গুরুত্বের সঙ্গে আপনাদের দায়িত্ব- কর্তব্য সম্পাদন করবেন।
বন্ধুগণ,
আপনাদের স্মরণে আছে, লালকেল্লার প্রাকার থেকে সব কা প্রয়াস অর্থাৎ সকলের প্রচেষ্টার কথা আমি বলেছিলাম। ভগবান শ্রী রামচন্দ্রের জীবনে সব কা প্রয়াসের গুরুত্ব প্রত্যক্ষ করা যায়। ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কার শাসক শক্তিশালী রাবণের যে ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, এই চ্যালেঞ্জের মোকাবিলায় তিনি যাকিছু সহায় সম্পদ ও সাহায্য জোগাড় করে তাকে এক বিরাট শক্তিতে রূপ দিয়েছিলেন। তেমনি প্রত্যেক আধিকারিক, প্রত্যেক কর্মী এবং দেশের প্রত্যেক নাগরিকের বিকশিত ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা আমাদের প্রত্যেকের সমবেত কর্তব্য যে, আয়ের ক্ষেত্র বাড়িয়ে বিনিয়োগের প্রসার ঘটিয়ে দেশে ব্যবসার জায়গা সহজ করে তোলা। সব কা প্রয়াসের মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। ন্যাসিনের নতুন ক্যাম্পাস অমৃতকালের সুশাসনের অনুপ্রেরণা হয়ে উঠুক। আমি আপনাদের সকলকে পুণরায় অভিনন্দন জানাই। 
আপনাদের সকলকে ধন্যবাদ!
প্রধানমন্ত্রীর মূল ভাষণ হিন্দিতে


PG/AB/CS


(Release ID: 2015409) Visitor Counter : 83