তথ্যওসম্প্রচারমন্ত্রক
সিনেমা থিয়েটারে কাহিনীচিত্র প্রদর্শনের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা সম্পর্কে বিজ্ঞপ্তি জারি
प्रविष्टि तिथि:
15 MAR 2024 8:22PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ মার্চ, ২০২৪
বধির এবং দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য সিনেমা হলগুলিতে কাহিনীচিত্র প্রদর্শনের ক্ষেত্রে নির্দেশিকা জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, “দিব্যাঙ্গদের সবক্ষেত্রে সমান সুযোগ-সুবিধার দিকে আজ বিশেষ নজর দেওয়া হচ্ছে। দেশের প্রত্যেক নাগরিকের ক্ষমতায়ন সুনিশ্চিত করার লক্ষ্যে আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করা উচিত, সমাজে সম্প্রীতি বৃদ্ধি করা এবং প্রত্যেকের অগ্রগতির লক্ষ্যে সাম্য ও সহযোগিতার চেতনা গড়ে তোলা উচিত।”
মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীও প্রধানমন্ত্রীর এই বার্তাকে ছড়িয়ে দিতে দিব্যাঙ্গদের জন্য বিশেষ নিয়মনীতির কথা স্বীকার করে নিয়েছেন। তাই, সিনেমা হলগুলিতে তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার পক্ষে মত দিয়েছেন তিনি।
প্রতিবন্ধীদের অধিকারের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী, সিনেমা প্রদর্শক, গবেষক এবং সিনেমা প্রযোজকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই নতুন নিয়মনীতি চালু করা হয়েছে। নতুন এই নির্দেশিকার ফলে অন্য সাধারণ মানুষের মতোই বধির এবং দৃষ্টিহীনরাও সিনেমা দেখার স্বাদ একইভাবে উপভোগ করতে পারবেন।
এই নির্দেশিকার গুরুত্বপূর্ণ দিকগুলি হল ;
>অন্যদের মতোই বধির এবং দৃষ্টিহীনরাও যাতে সিনেমা দেখতে পারেন, সিনেমা হলগুলিতে তার ব্যবস্থা রাখা;
>সিনেমা দেখার ক্ষেত্রে তাঁদের যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য প্রযুক্তিগত ব্যবস্থা রাখা;
>সিনেমা হলগুলিতে বধির এবং দৃষ্টিহীন প্রতিবন্ধীরা যাতে ঢুকতে পারেন, তা সুনিশ্চিত করা;
>বাণিজ্যিক সিনেমা হল বা থিয়েটারগুলির জন্য এই নির্দেশিকাগুলি প্রযোজ্য;
>সিনেমার সংলাপ বুঝতে বধির ও দৃষ্টিহীনদের যাতে অসুবিধা না হয়, সেজন্য প্রয়োজনীয় অনুবাদকের ব্যবস্থা রাখা;
>২০২৫-এর ১ জানুয়ারি থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলিতে এই নির্দেশিকাগুলি মেনে চলতে হবে;
>সিনেমা হল মালিকদের সংশ্লিষ্ট সমস্ত অংশীদারদের সঙ্গে আলোচনা করে দু’বছরের মধ্যে এই নির্দেশিকা কার্যকর করতে হবে;
>গোটা প্রক্রিয়ার তদারকি করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তৈরি একটি নজরদারি কমিটি। এই কমিটিতে থাকবেন বধির / দৃষ্টিহীন প্রতিবন্ধী এবং সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা।
PG/MP/DM/
(रिलीज़ आईडी: 2015340)
आगंतुक पटल : 180