কৃষিমন্ত্রক

ভোজ্য তেলে স্বনির্ভরতা অর্জনের জাতীয় লক্ষ্যে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী

Posted On: 14 MAR 2024 3:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ মার্চ, ২০২৩

 

ভারত বর্তমানে মোট ভোজ্য তেলের ৫৭ শতাংশই আমদানি করে বিভিন্ন দেশ থেকে। ভোজ্য তেলে আমদানি নির্ভরতার ফলে আমাদের খরচ হয় ২০.৫৬ বিলিয়ন ডলার। এতে আমাদের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে টান পড়ে। এর জন্য তৈলবীজ এবং পাম তেলের প্রসারের মাধ্যমে ভোজ্য তেল উৎপাদন বাড়িয়ে দেশের আত্মনির্ভর হওয়া জরুরি। 

অরুণাচল প্রদেশ সফরের সময় প্রধানমন্ত্রী ভোজ্য তেল উৎপাদনে ভারতের আত্মনির্ভরতার কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মিশন পাম অয়েল-এর কথা তুলে ধরেন। এই বিশেষ অভিযানটি কেন্দ্রীয় সরকার চালাচ্ছে উত্তর-পূর্বের দিকে নজর দিয়ে। প্রধানমন্ত্রী এই অভিযানের অধীনে প্রথম তেল কলটিরও উদ্বোধন করেছিলেন। পাম চাষকে বেছে নেওয়ার জন্য কৃষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মিশন পাম অয়েল ভারতকে ভোজ্য তেলের ক্ষেত্রে আত্মনির্ভর করে তুলবে এবং কৃষকদের উপার্জন বৃদ্ধি করবে।”

ভারত সরকার ২০২১-এর আগস্টে ন্যাশনাল মিশন ফর এডিবল অয়েলস – অয়েল পাম (এনএমইও-ওপি)-র সূচনা করে। এই অভিযানের লক্ষ্য, পাম চাষ বৃদ্ধি এবং অশোধিত পাম তেলের উৎপাদন ২০২৫-২৬-এর মধ্যে বাড়িয়ে ১১.২০ লক্ষ টন করা। সারা দেশে ১৫টি রাজ্যে এই কর্মসূচি চলছে। ২১.৭৫ লক্ষ হেক্টর জমিতে চাষ হচ্ছে। এ পর্যন্ত ১ কোটি চারা চাষের ক্ষমতাসম্পন্ন ১১১টি নার্সারি তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, ১.২ কোটি চাষের উপাদান সহ ১২টি বীজ উদ্যান তৈরি করা হয়েছে।

অয়েল পাম মিশন তৈরি হয়েছে নতুন নতুন জায়গায় পাম তেলের প্রসারে। চাষের উপাদান, উৎপাদিত পণ্য কিনে নেওয়া এবং বিশ্ব বাজারে দামের ওঠা-নামা থেকে কৃষকদের সুরক্ষা দেওয়াও এই কর্মসূচির লক্ষ্য। সরকার সময়ে সময়ে পাম তেলের দামের পুনর্মূল্যায়ন করেছে। ২০২২-এর ১০,৫১৬ টাকা থেকে ২০২৩-এর নভেম্বরে করা হয়েছে ১৩,৬৫২ টাকা। কৃষকদের ঝুঁকি কমাতে এই কর্মসূচিতে চাষের জন্য কৃষকদের হেক্টর পিছু ৭০ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। সেইসঙ্গে, পাম তেল চাষের জন্য কৃষকদের কৃষির যন্ত্রপাতি কিনতে ২ লক্ষ ৯০ হাজার টাকা দেওয়া হচ্ছে এবং কাস্টম হায়ারিং সেন্টার (সিএইচসি) স্থাপনের জন্য ২৫ লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

কর্মসূচির অধীনে প্রক্রিয়াকরণ সংস্থাগুলি কৃষকদের জন্য ওয়ান-স্টপ সেন্টার তৈরি করছে যেখানে কৃষকদের উৎপাদিত পণ্য সংগ্রহ করা হয়, তথ্য জানানো হয়, কাস্টম হায়ারিং পরিষেবা দেওয়া হয় এবং কৃষি সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়।

এই দূরদৃষ্টিসম্পন্ন উদ্যোগ অর্থনৈতিক বৃদ্ধি, কৃষকদের ক্ষমতায়ন এবং ভারতে ভোজ্য তেল উৎপাদনের উপযোগী দীর্ঘস্থায়ী পরিবেশ তৈরি করতে সরকারের দায়বদ্ধতা প্রমাণ করে। এই কর্মসূচি ভোজ্য তেলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনে ভারতের নিষ্ঠার প্রমাণস্বরূপ। 

PG/AP/DM



(Release ID: 2014689) Visitor Counter : 66


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu