প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

এনসিসি সম্প্রসারণের জন্য অতিরিক্ত ৩ লক্ষ শূন্যস্থান পূরণ করতে ক্যাডেট নেওয়ার প্রস্তাবে অনুমোদন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং – এর

Posted On: 13 MAR 2024 9:32AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ মার্চ, ২০২৪ 


প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী (এনসিসি) সম্প্রসারণের জন্য অতিরিক্ত ৩ লক্ষ শূন্যস্থান পূরণ করতে ক্যাডেট নেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। সমগ্র দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে এনসিসি-র সংখ্যা বাড়ানোর যে চাহিদা রয়েছে, এর ফলে তা পূরণ হবে বলে আশা করা হচ্ছে। 
১৯৪৮ সালে এনসিসি-তে ক্যাডেটের সংখ্যা ছিল মাত্র ২০ হাজার। বর্তমানে অনুমোদিত সংখ্যা ২০ লক্ষ। জাতীয় শিক্ষা নীতি ২০২০-তে এনসিসি-কে ঐচ্ছিক বিষয় হিসেবে রাখা হয়েছে। দেশের ভবিষ্যতের নেতা হিসেবে গড়ে উঠতে যুবসম্প্রদায়ের চাহিদা পূরণে তা সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। 
এই সংখ্যা বৃদ্ধির ফলে সমগ্র রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দিষ্ট অনুপাতে শূন্যস্থান পূরণ হবে বলে আশা করা হচ্ছে। এই সম্প্রসারণের ফলে প্রাক্তন সৈনিকদের এনসিসি প্রশিক্ষক হিসেবে নিয়োগ করার প্রস্তাবও রয়েছে। এনসিসি ক্যাডেটদের উচ্চ গুণমানসম্পন্ন প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি, তাঁদের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
এই সম্প্রসারণ অনুশাসন, নেতৃত্ব এবং সেবা মনোভাবের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে। এনসিসি-র লক্ষ্য দেশের যুবসম্প্রদায়কে দেশ গঠনের কাজে নিয়োজিত হতে উদ্বুদ্ধ করা। 

PG/PM/SB


(Release ID: 2014667) Visitor Counter : 67