কেন্দ্রীয়মন্ত্রিসভা
জ্বালানীর দক্ষ ব্যবহার এবং সংরক্ষণের প্রশ্নে সহায়তার লক্ষ্যে ভারত ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতায় অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
प्रविष्टि तिथि:
13 MAR 2024 3:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ মার্চ, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা জ্বালানীর দক্ষ ব্যবহার এবং সংরক্ষণের প্রশ্নে সহায়তার লক্ষ্যে ভারত ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতায় অনুমোদন দিয়েছে।
ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি এবং ভুটান সরকারের জ্বালানী ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রকের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এর আওতায় পারিবারিক ক্ষেত্রে জ্বালানীর দক্ষ ব্যবহারের বিষয়ে ভারত ভুটানকে সহায়তা করবে। ভুটানের জলবায়ুর কথা মাথায় রেখে তৈরি করা হবে বিল্ডিং কোড। শক্তি সাশ্রয়ের বিষয়ে প্রশিক্ষিত পেশাদারদের তৈরি করা হবে।
ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে শক্তি সাশ্রয়কারী সরঞ্জাম তৈরি এবং তাতে লেবেলিং – এর কাজে সহায়তা করবে ভারত। বিদ্যুৎ বেশি ব্যবহার হয়, এমন সরঞ্জাম বাড়িতে এবং কর্ম ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা বাড়ায় অনেকটা। এক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়কারী সরঞ্জাম সমাধানে পথ দেখাতে পারে। ভারতে ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি ৩৭ ধরনের সরঞ্জামে লেবেলিং – এর কাজে নেতৃত্ব দিচ্ছে।
এই চুক্তির খসড়া তৈরি হয়েছে বিদ্যুৎ মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রসার দপ্তরের মধ্যে আলোচনার ভিত্তিতে। ভুটানের বাজারে জ্বালানী সাশ্রয়কারী সরঞ্জাম সরবরাহে এই চুক্তি বিশেষ ভূমিকা নেবে।
PG/AC/SB
(रिलीज़ आईडी: 2014278)
आगंतुक पटल : 111
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam