প্রতিরক্ষামন্ত্রক

আইএনএএস ৩৩৪ ‘সি-হক’-এর সূচনা অনুষ্ঠান

Posted On: 07 MAR 2024 5:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ মার্চ, ২০২৩

 

কোচিতে দক্ষিণাঞ্চল নৌ-কম্যান্ডের আইএনএস গারুডায় ৬ মার্চ, ২০২৪ তারিখে নৌ-সেনা প্রধান অ্যাডমিরাল আর হরিকুমারের উপস্থিতিতে ভারতীয় নৌ-বাহিনীর প্রথম এমএইচ ৬০আর স্কোয়াড্রনের সূচনা করা হয়। এই উল্লেখযোগ্য মুহূর্তে বহুমুখী ক্ষমতাসম্পন্ন হেলিকপ্টার এমএইচ ৬০আর-কে ভারতীয় নৌ-বাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেন ক্যাপ্টেন এম অভিষেক রাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল নৌ-কম্যান্ডের ফ্ল্যাগ অফিসার কম্যান্ডিং-ইন-চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জে সিং, নেভাল অপারেশনস-এর মহানির্দেশক ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নৌ-সেনা প্রধান বলেন, বর্তমানে বিশ্বে যে সব বহুমুখী ক্ষমতাসম্পন্ন হেলিকপ্টার রয়েছে, তার মধ্যে অন্যতম হল এই এমএইচ ৬০আর হেলিকপ্টার।


নৌ-বাহিনীতে এই হেলিকপ্টার অন্তর্ভুক্ত হওয়ায় জলযুদ্ধে ভারতের শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন তিনি। সেইসঙ্গে, দেশের স্বার্থ সুরক্ষিত করার কথাও উল্লেখ করেন তিনি। 

অ্যাডমিরাল হরিকুমার আরও বলেন, এই হেলিকপ্টারের অন্তর্ভুক্তির ফলে জলযুদ্ধে নজরদারি আরও শক্তিশালী হবে। দেশের জলভাগকে সুরক্ষিত ও নিরাপদ রাখার লক্ষ্যে তাঁদের প্রয়াস অব্যাহত রাখার জন্য নৌ-সেনা কর্মীদের কাছে আবেদন জানান তিনি। 
 

PG/MP/DM



(Release ID: 2012954) Visitor Counter : 29


Read this release in: English , Urdu , Hindi