সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গের নদীয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগণায় ৩৪ নম্বর জাতীয় মহাসড়কের বিভিন্ন অংশের সম্প্রসারণের লক্ষ্যে ৫৫৩.১২ কোটি টাকা মঞ্জুর করলেন শ্রী নিতীন গড়করি

प्रविष्टि तिथि: 06 MAR 2024 12:09PM by PIB Kolkata

নতুন দিল্লি ৬ মার্চ ২০২৪


কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতীন গড়করি একটি পোস্টে বলেছেন যে, পশ্চিমবঙ্গের নদীয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগণায় ৩৪ নম্বর জাতীয় মহাসড়কের বিভিন্ন অংশের সম্প্রসারণের লক্ষ্যে ৫৫৩.১২ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এর আওতায় কৃষ্ণনগর-বহরমপুর এবং বারাসত-বড়জাগুলি অংশ দুটিকে চার লেনের করা হবে। মোট ২৮.২৩ কিলোমিটার রাস্তা সম্প্রসারিত হবে। 
তিনি আরও বলেন, ২ লেনের পরিবর্তে এই অংশগুলি ৪ লেনের হয়ে উঠলে দক্ষিন ও উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ আরও উন্নত হবে। 


PG/AC/CS…


(रिलीज़ आईडी: 2011956) आगंतुक पटल : 101
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , Urdu , English , हिन्दी , Bengali-TR