নির্বাচনকমিশন
২০২৪-এর সাধারণ নির্বাচনের আগে দেশের সবকটি রাজনৈতিক দলকে আদর্শ নির্বাচনী প্রচার বিধি মেনে চলার পরামর্শ দিল ভারতীয় নির্বাচন কমিশন
প্রচারের ক্ষেত্রে অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচার থেকে সকল রাজনৈতিক দলকে বিরত থাকার জন্য নির্দেশিকা জারি
Posted On:
01 MAR 2024 6:24PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ মার্চ, ২০২৪
সাম্প্রতিক কয়েকটি নির্বাচন পর্বে রাজনৈতিক দলগুলির প্রচারাভিযানে রুচি ও শালীনতার অভাব লক্ষ্য করে ভারতের নির্বাচন কমিশন দেশের সবকটি রাজনৈতিক দলের উদ্দেশে এক নির্দেশিকা জারি করে জানিয়েছে যে প্রতিটি নির্বাচনী জনসভায় কোনো রাজনৈতিক দলের পক্ষে প্রচারকালে অবশ্যই শৃঙ্খলা ও শালীনতা বজায় রাখার পাশাপাশি নির্বাচনী প্রচার সম্পর্কিত নিয়মবিধি অবশ্যই মেনে চলা বাধ্যতামূলক। তারকা প্রার্থী ও প্রচারকদের ক্ষেত্রেও একথা প্রযোজ্য।
বিভিন্ন রাজনৈতিক দল, প্রার্থী এবং তারকা প্রচারকদের উদ্দেশে যে নির্দেশিকা জারি করা হয়েছে তা হল:
• ভোটার অর্থাৎ নির্বাচকদের বর্ণ বা সম্প্রদায়ের ভিত্তিতে কোনো আপিল বা আবেদন করা যাবে না। বিভিন্ন বর্ণ, সম্প্রদায়, ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠীর মধ্যে পারস্পরিক ঘৃণা বা উত্তেজনার পরিবেশ সৃষ্টি থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে সকল পক্ষকে।
• কোন রাজনৈতিক দল বা নেতা সঠিক তথ্য ছাড়া মিথ্যা বিবৃতি প্রচার করতে পারবেন না। কারণ, তা ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
• কোনো রাজনৈতিক দল বা তাদের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ যথাযথ ভাবে যাচাই না করে তাঁদের বিরুদ্ধে সমালোচনাও করা যাবে না। এসম্পর্কিত কোন ঘটনা সম্পর্কে বিকৃত তথ্যের প্রচার থেকেও বিরত থাকতে হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আক্রমণ করে এমন কোনো বিবৃতি প্রচার করা যাবে না যা একান্তই নিম্ন রুচির পরিচয় বহন করে।
• কোনো রাজনৈতিক দল বা নেতা এবং কর্মীদের ব্যক্তিগত জীবন সম্পর্কে সমালোচনার প্রবনতা থেকেও সকল পক্ষকে বিরত থাকতে বলা হয়েছে। এমনকি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নিম্ন রুচির পরিচয় বহন করে এমন কোনো আক্রমণ বা অপমানসূচক প্রচার থেকেও অবশ্যই বিরত থাকতে হবে সংশ্লিষ্ট সকল পক্ষকে।
• কোনো মন্দির, মসজিদ, গীর্জা, গুরুদ্বার অথবা অন্য কোনো ধর্মীয় স্থানকে নির্বাচনী প্রচারের কাজে ব্যবহার করা যাবে না। এমনকি, ধর্মীয় বিশ্বাস ও দেবদেবী সম্পর্কে কোনোরকম উপহাসমূলক মন্তব্য থেকেও দূরে থাকতে বলা হয়েছে সকল পক্ষকে। এছাড়া ধর্মীয় বিশ্বাস ও আচার আাচরণের ওপর নিষেধাজ্ঞাও জারি করা যাবে না।
• নির্বাচনী প্রচারকালে মহিলাদের সম্পর্কে সম্মানহানিকর কোনো মন্তব্য করা যাবে না।
• সংবাদ তথা প্রচারমাধ্যমে এমন কোনো বিজ্ঞাপন প্রকাশ বা প্রচার করা যাবে না যার সত্যতা বিচার করা হয়নি অথবা যা বিভ্রান্তির জন্ম দিতে পারে।
• সমাজমাধ্যমে সত্যাসত্য যাচাই না করে এমন কিছু পোস্ট করা যাবে না যা একান্তই নিম্ন রুচির ও মর্যাদাহানিকর।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও তাদের নেতৃবৃন্দ এবং প্রতিদ্বন্দ্বী নির্বাচন প্রার্থীদের আদর্শ নির্বাচন বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
PG/SKD/AS
(Release ID: 2011001)