পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০৪৭ সালের মধ্যে বিকাশের লক্ষ্যমাত্রা অর্জনে ভারত উচ্চ-অগ্রগতির গতিপথে রয়েছে : মন্ত্রী হরদীপ এস পুরী

प्रविष्टि तिथि: 28 FEB 2024 3:54PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

 

অতিমারীর ধাক্কায় বিপর্যস্ত অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানোর লড়াই চালাচ্ছে, তখন ভারত আরও স্থিতিশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই অভিমত ব্যক্ত করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং আবাসন ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী। বেঙ্গালুরুতে আজ রেভা বিশ্ববিদ্যালয়ের ভূ-রাজনীতি ও আন্তর্জাতিক চর্চা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ভারত ইতিমধ্যেই বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে এবং খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। তিনি বলেন, বর্তমান অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ৭.৩ শতাংশ অগ্রগতির হার ২০৪৭ সালের মধ্যে ভারতের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের পথে উচ্চ-অগ্রগতির বার্তা দিচ্ছে। 

আন্তর্জাতিক স্তরে ভারতের মর্যাদা বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্বে ভারতের এই মর্যাদা অর্জনের পিছনে রয়েছে, অভ্যন্তরীণ ক্ষেত্রে আর্থসামাজিক সাফল্য এবং কল্যাণমূলক সংস্কার। তাঁর মতে, গত ১০ বছরে প্রশাসনিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তিনি বলেন, ২০১৪ সালের আগে নীতির ক্ষেত্রে যে পঙ্গুত্ব ছিল, তা দূরে সরিয়ে সরকার এখন পরিবর্তনমূলক নীতি গ্রহণ করেছে, নাগরিকরা যার সুফল সরাসরি পাচ্ছেন। 

গত ১০ বছরে সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে শ্রী পুরী বলেন, ২০১৪ সালের পর থেকে এ পর্যন্ত ২৫ কোটির বেশি মানুষকে বিভিন্ন ধরনের দারিদ্র্যের কবল থেকে মুক্ত করা হয়েছে। আয়ুষ্মান ভারত, স্বচ্ছ ভারত মিশন এবং অম্রুত-এর মতো প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য ক্ষেত্রে মানুষের খরচ ২৫ শতাংশ কমেছে। গত ১০ বছরে গ্রামাঞ্চলে ১০.৫৭ কোটি বাড়িতে নলবাহিত জল সংযোগ দেওয়া হয়েছে এবং স্বচ্ছ ভারত মিশনে ১১ কোটির বেশি বাড়িতে শৌচাগার নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, পিএম আবাস যোজনায় গ্রামাঞ্চলে ২.৫১ কোটি এবং শহরাঞ্চলে ৮০ লক্ষের বেশি বাড়ি তৈরি করা হয়েছে। পিএম মুদ্রা যোজনা, পিএম স্বনিধি যোজনা এবং পিএম উজ্জ্বলা প্রকল্পের সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি। শ্রী পুরী বলেন, মোবাইল আমদানিকারক দেশ থেকে ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশে রূপান্তরিত হয়েছে।

মন্ত্রী বলেন, ২১ শতাব্দীতে বিশ্বমানচিত্রে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে ভারত। বসুধৈব কুটুম্বকম দর্শনের মাধ্যমে ভারত গোটা বিশ্বে এক নতুন ভাবনার দিশারী হয়ে উঠেছে বলে মন্তব্য করেন শ্রী হরদীপ সিং পুরী। 


PG/MP/AS


(रिलीज़ आईडी: 2010190) आगंतुक पटल : 111
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Telugu , Kannada , Bengali-TR , English , Urdu , हिन्दी