পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক
২০৪৭ সালের মধ্যে উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে ভারত উচ্চ প্রবৃদ্ধির পথে রয়েছে: মন্ত্রী হরদীপ এস পুরী
২০১৪ সাল থেকে ২৫ কোটিরও বেশি মানুষ বহুমাত্রিক দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে: পুরী
प्रविष्टि तिथि:
28 FEB 2024 9:09PM by PIB Agartala
নতুন দিল্লি, ২৮ ফেব্রুয়ারি ২০২৪৷৷ এমন এক সময়ে যখন উন্নত অর্থনীতিগুলি মহামারীর বিধ্বংসী প্রভাব থেকে ঘুরে দাঁড়াতে লড়াই করছে, তখন ভারত আরও স্থিতিস্থাপক হয়ে উঠেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী একথা বলেছেন৷ আজ বেঙ্গালুরুতে রিভা ইউনিভার্সিটি সেন্টার অফ এক্সেলেন্স ফর জিওপলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ভারত ইতিমধ্যেই বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে এবং শীঘ্রই আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব। চলতি অর্থবছরের প্রথম তিন ত্রৈমাসিকে ৭.৩% বৃদ্ধির হার নিয়ে ভারত দেখাচ্ছে যে ২০৪৭ সালের মধ্যে তার উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দেশ একটি উচ্চ প্রবৃদ্ধির পথে রয়েছে।
বিশ্বব্যাপী ভারতের ক্রমবর্ধমান মর্যাদার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশীয় আর্থ-সামাজিক সাফল্য এবং কল্যাণমূলক সংস্কারগুলি আমাদের ক্রমবর্ধমান আন্তর্জাতিক মর্যাদার পিছনে রয়েছে। গত দশ বছরে প্রশাসনে এক আমূল পরিবর্তন হয়েছে। তিনি বলেন, ২০১৪ সালের আগে নীতি পঙ্গুত্বের দিন থেকে আমরা এখন রূপান্তরমুখী নীতির যুগ দেখতে পাচ্ছি যা নাগরিকদের সরাসরি উপকৃত করবে৷
গত ১০ বছরে দেশের সাফল্যের কথা উল্লেখ করে শ্রী পুরী বলেন, ২০১৪ সাল থেকে ২৫ কোটিরও বেশি মানুষ বহুমাত্রিক দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। তিনি বলেন, আয়ুষ্মান ভারত মিশনের মতো কর্মসূচি এবং স্বচ্ছ ভারত মিশন ও অম্রুতের মতো কর্মসূচিগুলির সাফল্যের মধ্য দিয়ে গত ১০ বছরে স্বাস্থ্য খাতে পকেট থেকে ব্যয় ২৫ শতাংশ হ্রাস পেয়েছে। ২০১৪ সাল থেকে ১০.৫৭ কোটি গ্রামীণ পরিবারে কলের জলের সংযোগ দেওয়া হয়েছে এবং স্বচ্ছ ভারত মিশনের আওতায় ১১ কোটিরও বেশি বাড়িতে শৌচাগার নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এ পর্যন্ত ২ কোটি ৫১ লক্ষ গ্রামীণ বাসস্থান এবং ৮০ লক্ষেরও বেশি শহরাঞ্চলীয় বাসস্থান নির্মাণ করা হয়েছে। সাম্প্রতিকতম বাজেটে এই কর্মসূচির মেয়াদ বাড়ানো হয়েছে এবং গ্রামীণ এলাকায় আরও ২ কোটি গৃহ নির্মাণে মঞ্জুরী দেওয়া হবে। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় দেশের সাফল্যের কথাও মন্ত্রী উল্লেখ করেন তিনি। নেট আমদানিকারক থেকে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক হয়ে উঠেছে, দেশীয়ভাবে আরও বেশি মূল্য সংযোজন করা হচ্ছে।
মন্ত্রী বলেছেন, ভারত জনসংখ্যার রূপান্তরের দ্বারপ্রান্তে রয়েছে যখন বেশিরভাগ উন্নত দেশগুলি বয়স্ক শ্রমশক্তির ঝুঁকির মুখোমুখি হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ভারতের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাদের অতুলনীয় মেধা ও শিল্পোদ্যোগী প্রতিভাকে তুলে ধরবে৷
শ্রী পুরী বলেন, ভারতের নম্র শক্তি – সমস্ত গণতন্ত্রের জননী হিসাবে এবং বিশ্বের বৃহত্তম এবং বহুত্ববাদী – তার ঐকমত্য গঠন এবং পারস্পরিক সুবিধার নীতির সাথে আরও তীক্ষ্ণ নজরে এসেছে। তিনি বলেন, বিশ্বব্যাপী কর্মপ্রচেষ্টা বিশ্বজনের কল্যাণে হতে পারে, এই বিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে ভারত 'বসুধৈব কুটুম্বকম' দর্শনের মাধ্যমে একটি নতুন বিশ্ব দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে।
মন্ত্রী হরদীপ সিং পুরী আজ বেঙ্গালুরুতে আরইভিএ ইউনিভার্সিটি সেন্টার অফ এক্সিলেন্স ফর জিওপলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, "জিওপলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জন্য এই সেন্টার অফ এক্সিলেন্স রিভা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি মূল্যবান সংযোজন হিসাবে প্রমাণিত হবে।
মন্ত্রীর মতে, একবিংশ শতাব্দীর বিশ্ব প্রেক্ষাপটে ভারতের অবস্থানকে বোঝা এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়া জরুরি। তিনি বলেন, "আমি আশা করি এই কেন্দ্রটি বৌদ্ধিক কৌতূহল জাগ্রত করার জন্য এবং পণ্ডিত, পেশাদার, সিদ্ধান্ত গ্রহণকারী এবং উদীয়মান নেতাদের মধ্যে ভূ-রাজনীতি এবং আন্তর্জাতিক অধ্যয়ন সম্পর্কে চিন্তা-উদ্দীপক আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে।
*****
SKC/SP/KMD
(रिलीज़ आईडी: 2009940)
आगंतुक पटल : 92
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English