সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
ত্রিপুরায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে দিব্য কলা মেলা রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা নাল্লু রেড্ডি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক পুরস্কার বিতরণ করেন
Posted On:
12 FEB 2024 2:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
আগরতলায় রবিবার ছয় দিনব্যাপী দিব্য কলা মেলা সমাপ্ত হয়েছে। চিল্ড্রেন্স পার্কে আয়োজিত এই মেলার শেষ দিনে দিব্যাঙ্গ জনদের পুরস্কার বিতরণ করেন রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা নাল্লু রেড্ডি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক। ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতা মন্ত্রকের অধীন দিব্যাঙ্গ জনদের ক্ষমতায়ন বিষয়ক দপ্তর এই মেলার আয়োজন করেছিল। ৬ ফেব্রুয়ারি ত্রিপুরা সরকারের দুই মন্ত্রী শ্রী রতন লাল নাথ ও শ্রী টিঙ্কু রায় এই মেলার উদ্বোধন করেন। দিল্লি, মুম্বাই, ভোপাল, গুয়াহাটি, ইন্দোর, জয়পুর, বারাণসী, সেকেন্দ্রাবাদ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, কর্ণাটক, চেন্নাই, পাটনা, সুরাট এবং নাগপুরে সফলভাবে এই মেলা আয়োজনের পর আগরতলাতে এই মেলার আয়োজন করা হয়।
দিব্যাঙ্গজন, সরকারি এবং অ-সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছাড়াও বর্ষীয়ান সমাজকর্মী শ্রী উত্তম ওঝা, এনডিএফডিসি – এর সিএমডি শ্রী নবীন শাহ, বিধায়ক শ্রী পিনাকী দাস চৌধুরী এবং ওবিসি উন্নয়ন পরিষদের সভাপতি শ্রী মৃণাল কান্তি নাথ এই মেলার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আগরতলার এই মেলায় উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির ২০ জন প্রতিনিধি অংশ নেন। মেলাতে দিব্যাঙ্গজন, ওবিসি এবং এসসি-দের ৩.৬ কোটি টাকা পর্যন্ত প্রদান প্রদানের ব্যবস্থা রাখা হয়েছিল। বিভিন্ন পদস্থ আধিকারিকরা মেলায় গিয়ে দিব্যাঙ্গ জনদের উৎসাহ দেন। ডিডিআরসি দিব্যাঙ্গ জনদের জন্য বিশেষ চাকরি মেলার আয়োজন করে। ত্রিপুরায় এই প্রথম বিশেষভাবে সক্ষম উদ্যোগপতি ও তাঁদের প্রতিষ্ঠানের জন্য এ ধরনের বৃহৎ মেলার আয়োজন করা হ’ল।
সামাজিক মাধ্যমেও এই মেলার বিস্তৃত বিবরণ প্রকাশিত হয়। দিব্যাঙ্গ জনদের তৈরি বিভিন্ন শিল্প, কারুকলা, খাদ্য ও বস্ত্র সামগ্রী বিপুল পরিমাণে কেনাবেচা হয়েছে। ত্রিপুরা সরকার, স্থানীয় প্রশাসন ও পুলিশ মেলাকে সর্বাঙ্গীন সফল করে তুলতে সবরকম সাহায্য করে।
PG/PM/SB…
(Release ID: 2005444)
Visitor Counter : 80