সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

ত্রিপুরার রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা নাল্লু রেড্ডি, কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক কর্তৃক বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আগরতলায় রবিবার দিব্য কলা মেলা ২০২৪ সমাপ্ত হল

Posted On: 12 FEB 2024 3:46PM by PIB Agartala

আগরতলা,  ১২ ফেব্রুয়ারি২০২৪।। আগরতলায় রবিবার ছয় দিন ব্যাপী  ‘দিব্যাঙ্গ কলা মেলা’ সমাপ্ত হল পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। ত্রিপুরার রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা নাল্লু রেড্ডি কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধিনস্থ অক্ষমতা যুক্ত ব্যক্তিবর্গের (দিব্যাঙ্গজন) ক্ষমতায়ন দপ্তর (ডিইপিডব্লিউডি) ‘জাতীয় দিব্যাঙ্গজন অর্থায়ন ও উন্নয়ন নিগম’-এর মাধ্যমে নিয়মিতভাবে এই দিব্যাঙ্গ কলা মেলার আয়োজন করে আসছে। দিব্যাঙ্গজনের কারুপ্রতিভা তুলে দরাই এই মেলার মূল উদ্দেশ্য। দিব্যাঙ্গ উদ্যোগীদের ক্ষমতায়নের জন্য এই প্রয়াসকে অব্যাহত রাখতে ত্রিপুরার আগরতলা শহরের চিলড্রেন্স পার্ক চত্তরে ৬ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজন করা হয় ‘দিব্যাঙ্গ কলা মেলা’। মঙ্গলবার সন্ধ্যা ৫-টায় ত্রিপুরার শক্তি, কৃষি ও কৃষক কল্যাণ এবং নির্বাচন দপ্তরের মন্ত্রী শ্রী রতন লাল নাথ এবং ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা ও শ্রম মন্ত্রী শ্রী টিংকু রায় এই দিব্যাঙ্গ কলা মেলা-র’ উদ্বোধন করেন।

এই ধরণের দিব্যাঙ্গ মেলা আগামী দিনগুলিতে অন্যান্য শহর ও মহানগরীগুলিতেও পর্যায়ক্রমে অয়োজন করা হবে। মেলায় তপশিলি জাতি, তপশিলি জনজাতি এবং অন্যান্য পশ্চাদপদ জাতি গোষ্ঠির দিব্যাঙ্গজন সহ সমাজের সমস্ত অংশের  দিব্যাঙ্গ জনরা অংশগ্রহণ করেছিলেন। অগরতলায় ছয়দিন ব্যাপী  ‘দিব্যাঙ্গ কলা মেলা’-য় দেশের অন্যান্য অংশের রাজ্যগুলি সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির সংগঠন অংশগ্রহণ করেছিল। মেলা চলা কালে দিব্যাঙ্গজনদের জন্য সংশ্লিষ্ট মন্ত্রক থেকে ৩ কোটি ৬ লক্ষ টাকার ঋণ মঞ্জুর করা হয় মেলা উপলক্ষে রোজগার মেলা বা জব ফেয়ারেরও আয়োজনকরা হয়েছিল। এই মেলায় আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের দর্শকরা  উপস্থিত থেকে  দিব্যাঙ্গজনদের উৎসাহ দান করেন। মেলায় দিব্যাঙ্গজনদের উৎপাদিত ও প্রস্তুতকৃত শিল্পসামগ্রী, কারুকলা, খাদ্য ও বস্ত্র সামগ্রী রীতি মতো সাড়া জাগিয়ে কেনা-বেচা হয়েছে। এই মেলাকে সফল করে তোলার ক্ষেত্রে ত্রিপুরা সরকারের দিক থেকে সর্বোতোভাবে সহায়তা করা হয়েছে।

সারা দেশের বিভিন্ন দিব্যাঙ্গ উদ্যোগ ও কারুশিল্পীদের উৎপাদিত সামগ্রী ও কারুশিল্পের এক অভিনব প্রদর্শনী হল ‘দিব্যাঙ্গ কলা মেলা’। কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধিনস্থ অক্ষমতা যুক্ত ব্যক্তিবর্গের (দিব্যাঙ্গজন) ক্ষমতায়ন দপ্তর (ডিইপিডব্লিউডি) ‘জাতীয় দিব্যাঙ্গজন অর্থায়ন ও উন্নয়ন নিগম’-এর মাধ্যমে নিয়মিতভাবে এই দিব্যাঙ্গ কলা মেলার আয়োজন করে আসছে। দিব্যাঙ্গজনের কারুপ্রতিভা তুলে দরাই এই মেলার মূর উদ্দেশ্য।

 *****

SKC/SRC


(Release ID: 2005253) Visitor Counter : 78


Read this release in: English