স্বরাষ্ট্র মন্ত্রক
সাইবার অপরাধের সংখ্যা বাড়ছে
Posted On:
07 FEB 2024 4:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো (এনসিআরবি)-র তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে সাইবার অপরাধের সংখ্যা হ্রাস পাচ্ছে। ২০২০ সালে যা ছিল ৭১২, ২০২১-এ তা কমে দাঁড়ায় ৫১৩-তে। এরপর ২০২২-এ তা কমে ৪০১-এ দাঁড়িয়েছে। এর পাশাপাশি, আসামে ২০২০-তে সাইবার অপরাধের সংখ্যা ছিল ৩,৫৩০, যা ২০২১-এ বেড়ে দাঁড়ায় ৪,৮৪৬। ২০২২-এ তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে ১,৭৩৩-এ দাঁড়িয়েছে। ত্রিপুরায় সাইবার অপরাধের সংখ্যা ২০২০-তে যেখানে ছিল ৩৪, ২০২১-এ তা কমে দাঁড়ায় ২৪-এ। এরপর ২০২২-এ তা আবার বেড়ে দাঁড়িয়েছে ৩০-এ। নাগাল্যান্ডে ২০২০ ও ২০২১-এ সাইবার অপরাধের সংখ্যা একই থাকলেও ২০২২-এর সংখ্যা ৪ দেখানো হলেও, তার ব্যাখ্যা পাওয়া যায়নি। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সাইবার অপরাধের সংখ্যা ২০২০-তে যেখানে ছিল ৫, ২০২১ তা বেড়ে দাঁড়ায় ৮-এ। এরপর ২০২২-এ তা অনেকখানি বেড়ে দাঁড়িয়েছে ২৮-এ। রাজধানী শহর দিল্লিতে সাইবার অপরাধের সংখ্যা ঊর্ধ্বমুখী। ২০২০-তে যা ছিল ৬১, ২০২১-এ তা বেড়ে দাঁড়ায় ৩৫৬ এবং ২০২২-এ তা আরও বেড়ে দাঁড়িয়েছে ৬৮৫-তে।
জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর ২০২২-এর রিপোর্ট প্রকাশিত হয়। এতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তিন বছরের বিস্তারিত পরিসংখ্যান https://cybercrime.gov.in ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৩ লক্ষ ২০ হাজার সিম কার্ড এবং ৪৯ হাজার আইএমইআই ব্লক করা হয়েছে। সাইবার অপরাধ রুখতে কেন্দ্রীয় সরকার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে সহযোগিতাক্রমে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। জাতীয় সাইবার ফরেন্সিক পরীক্ষাগার (তদন্ত) গড়ে তোলা হয়েছে। এছাড়া সাইবার অপরাধ দমনে বিভিন্ন প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। মহিলা ও শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধ বন্ধে সিসিপিডব্লিউসি প্রকল্পে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সাইবার ফরেন্সিক এবং প্রশিক্ষণ পরীক্ষাগার গড়ে তুলতে ১২২ কোটি ২৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা দিয়েছে।
জাতীয় সাইবার ফরেন্সিক পরীক্ষাগার (সাক্ষ্য) হায়দরাবাদে গড়ে তোলা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী অজয় কুমার মিশ্র রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন।
PG/AB/DM/….
(Release ID: 2004035)
Visitor Counter : 119