পরমাণুশক্তিদপ্তর
azadi ka amrit mahotsav

বর্তমান পরমাণু বিদ্যুৎ শক্তি ক্ষমতাকে ৭৪৮০ মেগাওয়াট থেকে বাড়িয়ে ২০৩১-৩২-এর মধ্যে ২২৮০০ মেগাওয়াট করা হবে : ডঃ জিতেন্দ্র সিং

Posted On: 07 FEB 2024 2:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি, ২০২৪


কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে, বর্তমান পরমাণু বিদ্যুৎ শক্তি ক্ষমতাকে ৭৪৮০ মেগাওয়াট থেকে বাড়িয়ে ২০৩১-৩২-এর মধ্যে ২২৮০০ মেগাওয়াট করা হবে। 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে আণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন, সরকার পরমাণু শক্তি ও অন্যান্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নীতিগত পদক্ষেপ গ্রহণ করছে। 

ডঃ জিতেন্দ্র সিং জানান যে, দেশে বিদ্যুৎক্ষেত্রে পরমাণু শক্তির অংশ বাড়াতে সরকার যেসব পদক্ষেপ নিতে যাচ্ছে তাতে প্রশাসনিক ও আর্থিক অনুমোদন রয়েছে। এইসব পদক্ষেপগুলির মধ্যে রয়েছে - দেশীয় প্রযুক্তিতে তৈরি ৭০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১০টি প্রেশারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর স্থাপন, পরমাণু ক্ষয়ক্ষতি সংক্রান্ত অসামরিক দায়বদ্ধতা পূরণ আইন (সিএলএনডি)-এর রূপায়ণ, পরমাণু বিদ্যুৎ প্রকল্প স্থাপনে পরমাণু বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলির সঙ্গে সরকারি সংস্থাগুলির যৌথ উদ্যোগ গড়ে তোলা এবং জ্বালানি সরবরাহ সহ বিদেশি সংস্থাগুলির সঙ্গে চুক্তি স্বাক্ষর। 

PG/AB/DM/


(Release ID: 2003971) Visitor Counter : 67