সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

শিক্ষা ঋণে ভর্তুকিযুক্ত সুদের ডঃ আম্বেদকর প্রকল্প

Posted On: 07 FEB 2024 2:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি, ২০২৪

 

সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষা ঋণে ভর্তুকিযুক্ত সুদে ডঃ আম্বেদকর প্রকল্পের আওতায় রাজ্যভিত্তিক সুবিধাভোগীর সংখ্যা এবং আর্থিক বরাদ্দের পরিসংখ্যান তুলে ধরেছেন। এই প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর পড়ুয়াদের বিদেশে পড়াশোনার জন্য পরিসংখ্যান রয়েছে। 

২০২০-২১ অর্থবর্ষে এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গে সুবিধাভোগীর সংখ্যা ছিল ২০। ২০২১-২২-এ এই সংখ্যা বেড়ে হয় ৩৩। ২০২২-২৩ অর্থবর্ষে সুবিধাভোগীর সংখ্যা দাঁড়ায় ৩০। ত্রিপুরায় তিনটি অর্থবর্ষে সুবিধাভোগীর সংখ্যা ছিল একজন করে। আসামে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবর্ষে সুবিধাভোগীর সংখ্যা ছিল দুই। ২০২২-২৩ অর্থবর্ষে সুবিধাভোগীর সংখ্যা হয় এক। 

এই প্রকল্পে ২০২০-২১ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে ১০,৭৬,৪৬৩ টাকা বরাদ্দ করা হয়। ২০২১-২২ অর্থবর্ষে বরাদ্দের পরিমান বেড়ে দাঁড়ায় ৩১,৯৫,৭১৩ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে বরাদ্দ হয় ৩৫,৫৯,৪৪০ টাকা। ত্রিপুরার জন্য ২০২০-২১ অর্থবর্ষে ১,৫৭,৭৮৮ টাকা, ২০২১-২২ অর্থবর্ষে ২০,০৪৮ টাকা এবং ২০২২-২৩ অর্থবর্ষে ১,৭৮,৬৮৩ টাকা বরাদ্দ করা হয়। আসামে ২০২০-২১ অর্থবর্ষে ১,৬১,২০৩ টাকা, ২০২১-২২ অর্থবর্ষে ৬৮,৭৯১ টাকা এবং ১৪,৭৮৪ টাকা বরাদ্দ করা হয়। 

এই প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী বার্ষিক বরাদ্দের ন্যূনতম ৫০ শতাংশ মহিলাদের জন্য ভর্তুকিযুক্ত সুদে খরচ করতে  হবে। কিন্তু মহিলাদের থেকে প্রাপ্ত আবেদনের সংখ্যা মোট আবেদনের সংখ্যার  ৫০ শতাংশের কম রয়েছে।পড়ুয়ারা পোর্টালের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

PG/SS/NS…. 


(Release ID: 2003799) Visitor Counter : 97
Read this release in: English , Urdu , Hindi , Manipuri