প্রধানমন্ত্রীরদপ্তর
এনসিসি ক্যাডেট ও এনএসএস স্বেচ্ছাসেবকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
Posted On:
24 JAN 2024 5:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ জানুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এনসিসি ক্যাডেট এবং এনএসএস স্বেচ্ছাসেবকদের উদ্দেশে ভাষণ দেন। রানি লক্ষ্মীবাঈয়ের জীবনীর ওপর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী বলেন, এটি ভারতের ইতিহাসকে জীবন্ত করে তুলেছে। তিনি গোটা দলের প্রয়াসের প্রশংসা করেন এবং তাঁদের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অন্তর্ভুক্তির কথা ঘোষণা করেন। দেশের বিভিন্ন প্রান্তের মহিলাদের অংশগ্রহণের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা নিজেদের রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য এবং তাঁদের সমাজের চিন্তা-ভাবনা তুলে ধরেছেন।
জননায়ক কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত মহান ব্যক্তিত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে জানার সুযোগ করে দিয়েছে। চরম দারিদ্র এবং সামাজিক অসাম্যের মধ্যেও মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর উত্থানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী বলেন, সামাজিক ন্যায় ও অবহেলিত শ্রেণীর উন্নয়নে তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, অনেকেই এই প্রথম দিল্লি ভ্রমণ করছেন এবং প্রজাতন্ত্র দিবসের উদযাপন নিয়ে নিজেদের উন্মাদনা ভাগ করে নিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভ্রমণ প্রত্যেক নাগরিকের কাছে এক নতুন অভিজ্ঞতা। দেশের উন্নয়নে অমৃতকালের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০৪৭ সালের মধ্যে দেশ উন্নত ভারতে পরিনত হবে এবং আগামী ২৫ বছর ভারতের ভবিষ্যৎ ও বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্ষুদ্র কাজের গুরুত্বের কথা জানিয়ে শ্রী মোদী বলেন, এটাই সঠিক সময়, এটাই আপনাদের সময়। বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যুব শক্তির অঙ্গীকারের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জ্ঞানের ক্ষেত্রকে এমনভাবে প্রসারিত করা উচিত, যাতে তা বিশ্বকে পথ দেখাতে পারে। এ প্রসঙ্গে মহাকাশ ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টির দৃষ্টান্ত দেন শ্রী মোদী।
এনসিসি-র সঙ্গে তাঁর যোগসূত্রের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এনসিসি, এনএসএসএস-র মতো সংগঠন তরুণদের সমাজ এবং নাগরিকদের সচেতন করে তোলে। প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় বিভিন্ন ধরনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে শ্রী মোদী। তিনি বলেন, এটি এমন এক অভিজ্ঞতা, যা আপনি সারা জীবন মনে রাখবেন।
যুবশক্তির ওপর তাঁর আস্থা ও ভরসার কথা জানিয়ে প্রধানমন্ত্রী কঠোর পড়াশোনার ওপর জোর দেন। তিনি বলেন, একজন সচেতন নাগরিক হোন, পরিবেশকে রক্ষা করুন, কু-অভ্যাস ত্যাগ করুন এবং দেশের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে গর্ববোধ করুন।
অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর, কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা প্রমুখ উপস্থিত ছিলেন।
PG/MP/NS….
(Release ID: 1999394)
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam