নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

চতুর্দশ জাতীয় ভোটার দিবস উদযাপিত হবে ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে এই উপলক্ষে রাষ্ট্রপতি জাতীয় ভোটার দিবস পুরস্কার প্রদান করবেন

ভারতের নির্বাচন কমিশন জাতির সেবায় ৭৫ বছর পূর্তি উদযাপন করছে

Posted On: 24 JAN 2024 4:41PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি, ২০২৪ 


ভারতের নির্বাচন কমিশন আগামী ২৫ জানুয়ারি দিনটিকে চতুর্দশ জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করবে। এই উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। সম্মাননীয় অতিথি হিসেবে থাকবেন আইন ও বিচার মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল। মালদ্বীপ, ফিলিপিন্স, রাশিয়া, শ্রীলঙ্কা ও উজবেকিস্তানের নির্বাচন কর্তৃপক্ষের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেবেন। এবারের জাতীয় ভোটার দিবসের মূল ভাবনা – ‘ভোট দেওয়ার সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না, আমি অবশ্যই ভোট দেব’। 
নির্বাচনী ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্য ও জেলাস্তরের আধিকারিকদের হাতে ২০২৩ সালের পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি। তথ্য প্রযুক্তি, নিরাপত্তা ব্যবস্থাপনা, নির্বাচনী ব্যবস্থাপনা, ভোটার তালিকা, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি প্রভৃতি ক্ষেত্রে কৃতিত্বের জন্য এই পুরস্কার প্রদান করা হবে। ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে মূল্যবান অবদানের জন্য পুরস্কৃত করা হবে সরকারি দপ্তর ও সংবাদ মাধ্যমকেও। 
নির্বাচন কমিশন প্রকাশিত ‘২০২৪ – এর সাধারণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের গৃহীত পদক্ষেপ’ শীর্ষক প্রথম বইটি রাষ্ট্রপতির হাতে তুলে দেবেন মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার। এই বইটিতে ২০২৪ সালে অবাধ, ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের গৃহীত বিভিন্ন পদক্ষেপের সবিস্তার উল্লেখ রয়েছে। 
বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্রী রাজকুমার হীরানির সহযোগিতায় নির্বচন কমিশনের উদ্যোগে সচেতনতামূলক একটি স্বল্প দৈর্ঘ্যের ছায়াছবি ‘মাই ভোট মাই ডিউটি’ তৈরি হয়েছে। অনুষ্ঠানে এটি প্রদর্শন করা হবে। এই ছাছবিতে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্ব গণতন্ত্র ও প্রতিটি ভোটের গুরুত্ব নিয়ে তাঁদের বার্তা দিয়েছেন। 
২৫ জানুয়ারি, ২০২৪ তারিখে নির্বাচন কমিশন জাতির প্রতি সেবার ৭৫ বছর পূর্ণ করছে। এই স্মরণীয় মুহূর্তটিকে উদযাপন করতে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে।
ভোটারদের শিক্ষা ও সচেতনতার লক্ষ্যে একটি উদ্ভাবনী মাল্টিমিডিয়া প্রচারাভিযানেরও সূচনা হবে এই অনুষ্ঠানে। 

PG/SD/SB…


(Release ID: 1999392) Visitor Counter : 441