প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায় ১ কোটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা হবে

Posted On: 22 JAN 2024 6:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ জানুয়ারি, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’র ঘোষণা করেছেন। এতে ১ কোটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা হবে।

প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারতের জনগণ তাঁদের নিজ বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা যাতে গড়ে তুলতে পারেন, অযোধ্যার এই পবিত্র প্রাণ-প্রতিষ্ঠার পর আমার সেই সঙ্কল্প আরও দৃঢ় হয়েছে।

অযোধ্যা থেকে ফেরার পর আমার প্রথম সিদ্ধান্ত হল, আমাদের সরকার ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ চালু করবে যার লক্ষ্য হবে ১ কোটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা।

এর ফলে দরিদ্র এবং মধ্যবিত্তদের বিদ্যুৎ খরচই কেবলমাত্র হ্রাস পাবে তাই নয়, জ্বালানি ক্ষেত্রে ভারতকে স্বনির্ভর করে তুলতেও তা সহায়ক হয়ে উঠবে।

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন :

“পৃথিবীর সমস্ত ভক্ত সর্বদা সূর্যবংশী ভগবান শ্রীরামের আলো থেকে শক্তি পান।

আজ, অযোধ্যায় পবিত্র প্রাণ-প্রতিষ্ঠা উপলক্ষ্যে আমার সংকল্প আরও দৃঢ় হয়েছে যে ভারতের জনসাধারণের বাড়ির ছাদে তাঁদের নিজস্ব সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা থাকা উচিত।

অযোধ্যা থেকে ফিরে আসার পর আমি প্রথম সিদ্ধান্ত নিয়েছি যে ১ কোটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে আমাদের সরকার ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ চালু করবে।

এর ফলে শুধু দরিদ্র ও মধ্যবিত্তের বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে তাই নয়, ভারতকে জ্বালানি ক্ষেত্রে তা স্বনির্ভর করে তুলবে।”


PG/AB/DM


(Release ID: 1998982) Visitor Counter : 833