যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের ৮ কোটি গ্রাহক প্রাপ্তির সাফল্যের মাইলফলকের উদযাপন

Posted On: 15 JAN 2024 3:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি, ২০২৪

 

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)গর্বের সঙ্গে একটি উল্লেখযোগ্য মাইলফলকে পৌঁছনোর কথা ঘোষণা করেছে। এখন তাদের ৮ কোটি গ্রাহক উদ্ভাবনমূলক এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক পরিষেবা পাচ্ছেন তাদের থেকে।

সূচনা থেকে আইপিপিবি দেশের প্রত্যেকটি জায়গায় সহজে এবং সুলভে ব্যাঙ্কিং সংক্রান্ত পরিষেবা দিতে দায়বদ্ধ। এই ৮ কোটি গ্রাহক প্রাপ্তির উল্লেখযোগ্য সাফল্যে পৌঁছনোয় প্রমাণ হয় ভারতের মানুষ আইপিপিবি-র ওপর কতটা আস্থা এবং বিশ্বাস রেখেছে। আর্থিক বৈষম্য দূরীকরণ, যেসব মানুষের কাছে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছয়নি তাদের ক্ষমতায়ন এবং চিরাচরিত প্রথা এবং ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার সমন্বয়ের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকরণকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক স্থাপন একটি কৌশলগত পদক্ষেপ।

আর্থিক অন্তর্ভুক্তির দায়বদ্ধতা নিয়ে আইপিপিবি দুর্গম এলাকা এবং পরিষেবা পৌঁছয়নি এমন স্থানের বাসিন্দা সহ বিভিন্ন শ্রেণীর মানুষের ক্ষমতায়নে আইপিপিবি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার ওপর ব্যাঙ্ক জোর দেওয়ায় লেনদেন সুষ্ঠু হয়েছে। আরও বেশি করে মানুষ সহজে ব্যাঙ্কিং পরিষেবা পাচ্ছেন। 

আইপিপিবি-র এমডি ও সিইও (অন্তর্বতী) এবং সিওও শ্রী ঈশ্বরণ ভেঙ্কটেশ্বরণ বলেছেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ৮ কোটি গ্রাহকের মাইলফলকে পৌঁছেছে। যে কোনো জায়গায় বসবাসকারী অথবা আর্থ-সামাজিক অবস্থা যাই হোক না কেন প্রত্যেক ভারতীয়ের কাছে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতে আমাদের নিষ্ঠার প্রতিফলন এই সাফল্য।’

আইপিপিবি-র গ্রাহক কেন্দ্রিক মনোভাব এবং তার সঙ্গে ডাকঘরের বিস্তৃত নেটওয়ার্ক এই মাইল ফলক অর্জনে উল্লেখযোগ্যভাবে সাহায্য করেছে। আগামীদিনগুলিতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করতে, নতুন নতুন পরিষেবা আনতে এবং গ্রাহকদের সুখকর অভিজ্ঞতা দিতে ব্যাঙ্ক দায়বদ্ধ। 

এই সাফল্য উদযাপনে আমরা আমাদের গ্রাহক, সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ এবং আইপিপিবি ও ডাক ও তার বিভাগের কর্তব্যনিষ্ঠ কর্মীদের নিরন্তর সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আর্থিক অন্তর্ভুক্তিমূলক ভারত গড়ার যাত্রা চলবে এবং সেই যাত্রায় আইপিপিবি থাকবে সর্বাগ্রে। সহজে ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে আনবে ইতিবাচক পরিবর্তন। 
    


PG/AP/NS….  



(Release ID: 1996470) Visitor Counter : 186


Read this release in: English , Urdu , Hindi , Marathi