প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

কলকাতার মেসার্স টিটাগড় রেল সিস্টেম্স লিমিটেডের ২৫ টনের বোলার্ড পুল টাগ, ভীষ্মের জলযাত্রার সূচনা

प्रविष्टि तिथि: 14 JAN 2024 5:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি, ২০২৪

 

কলকাতার মেসার্স টিটাগড় রেল সিস্টেম্স লিমিটেডে ১৪ জানুয়ারি ২০২৪-এ যুদ্ধ জাহাজ উৎপাদন অধীক্ষক (কলকাতা)কমোডর এস শ্রীকুমার ২৫ টনের বোলার্ড পুল টাগ, ভীষ্মের জলযাত্রার সূচনা করলেন। এই টাগটি ভারত সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’র গর্বিত প্রতীক। 

ভারত সরকারের ‘আত্মনির্ভর ভারত’এর সঙ্গে সঙ্গতি রেখে কলকাতার মেসার্স টিআরএসএল-এর সঙ্গে ৬টি ২৫ টনের বিপি টাগ নির্মাণ এবং সরবরাহের চুক্তি হয়েছিল। এই টাগগুলি ইন্ডিয়ান রেজিস্টার অফ শিপিং (আইআরএস)এর নির্দিষ্ট বিধি অনুযায়ী নির্মিত হয়েছে। এই টাগগুলি পাওয়া গেলে বদ্ধ জলে নোঙর করতে বা তুলতে এবং ঘুরতে-ফিরতে নৌবাহিনীর জাহাজ এবং ডুবোজাহাজকে সাহায্য করার জন্য ভারতীয় নৌবাহিনীর কার্যকারিতা বৃদ্ধি হবে। নোঙর করা জাহাজে ভাসমান অবস্থায় অগ্নিনির্বাপণ কাজে সাহায্য করবে টাগগুলি। সীমিত পরিসরে ত্রাণ ও উদ্ধার কাজেরও ক্ষমতা আছে এগুলির। 

    


PG/AP/NS…


(रिलीज़ आईडी: 1996313) आगंतुक पटल : 146
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी