রাষ্ট্রপতিরসচিবালয়

রাষ্ট্রপতি স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার প্রদান করেছেন

Posted On: 11 JAN 2024 2:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ জানুয়ারি, ২০২৪ 


রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে আজ আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক আয়োজিত অনুষ্ঠানে স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার প্রদান করেছেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, স্বচ্ছ সর্বেক্ষণ অভিযানে বহু মানুষ অংশগ্রহণ করেছেন এবং স্বচ্ছতার ব্যাপারে সমস্ত মানুষকে সচেতন করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্বচ্ছতা থেকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার এই উদ্যোগের তিনি ভুয়সী প্রশংসা করেন। শ্রীমতী মুর্মু বলেন, স্বচ্ছতার এই প্রচারাভিযান মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধির ক্ষেত্রে নানা সুযোগ তৈরি করছে। 
রাষ্ট্রপতি বলেন, স্বচ্ছতা অভিযানে সাফাই মিত্ররা অগ্রণী ভূমিকা পালন করছেন। নিরাপত্তা, আত্মসম্ভ্রম রক্ষা এবং সাফাই মিত্রদের কল্যাণে কার্যকরি পদক্ষেপ গ্রহণ সুনিশ্চিত করা দরকার। রাস্তার ম্যানহোল তুলে দিয়ে যান্ত্রিক উপায়ে পরিচ্ছন্নতা বজায় রাখার মধ্য দিয়ে আমরা যে সংবেদনশীল সমাজ গড়ে তুলছি, তার প্রকৃত পরিচয় মেলে। 
স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্যায়ে বর্জ্য থেকে সম্পদ সৃষ্টির যে ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে, তাতে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে এবং বৃত্তীয় অর্থনীতির স্বার্থে বর্জ্য থেকে সম্পদে রূপান্তরের ব্যবস্থাপনা কার্যকরি পদক্ষেপ হিসেবে দেখা দিচ্ছে। রাষ্ট্রপতি বলেন, বর্জ্য থেকে সম্পদ সৃষ্টির ধারনার থেকে প্রমাণ হয় – সবকিছু মূল্যবান, বর্জ্য বলে কিছু হয় না। সর্বাত্মক প্রগতিশীল চিন্তার ফলেই সবুজ বর্জ্য থেকে জৈব গ্যাস এবং জ্বালানী থেকে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। 
শ্রীমতী মুর্মু আরও বলেন, আমাদের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই শহর এলাকায় বসবাস করেন। শহর ও নগরগুলির স্বচ্ছতা বিধান জনগণের সুস্বাস্থ্য ও উন্নয়নের জন্যও জরুরি। তিনি উল্লেখ করেন যে, শহরের একটি বিরাট এলাকা বর্জ্য ঢিপির নিচে চাপা পড়ে রয়েছে। এটা শহরাঞ্চলের মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে তিনি জানান। তিনি বলেন, স্বচ্ছ ভারত অভিযানে এইসব বর্জ্য ঢিপিগুলিকে তুলে দেওয়া হচ্ছে। কার্যকরি এই ব্যবস্থার মধ্য দিয়েই সম্পূর্ণ বর্জ্য-মুক্ত এলাকা গড়ে তোলার লক্ষ্য অর্জন করা যাবে বলে তিনি জানান।
রাষ্ট্রপতি বলেন, যুবারাই এই অভিযানের গুরুত্বপূর্ণ অংশীদার। যুবসম্প্রদায় সমস্ত শহর এবং সমগ্র দেশকে পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত নিলে, ভারত ২০৪৭ সালে বিশ্বের স্বচ্ছতম দেশ হিসেবে স্বাধীনতার শতবর্ষ উদযাপন করতে পারবে। ভারতকে বিশ্বের স্বচ্ছতম দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে যুবসম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতির পুরো ভাষণটি দেখতে এই লিঙ্কটিতে ক্লিক করুন - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/jan/doc2024111297601.pdf.

 

PG/AB/SB



(Release ID: 1995392) Visitor Counter : 76