অর্থমন্ত্রক
২০২৩-২৪ মূল্যায়ন বছরের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত রেকর্ড সংখ্যক ৮ কোটি ১৮ লক্ষেরও বেশি আয়কর রিটার্ন জমা পড়েছে ; বার্ষিক বৃদ্ধির পরিমাণ ৯ শতাংশ
Posted On:
01 JAN 2024 6:33PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১লা জানুয়ারি, ২০২৩
আয়কর দফতরে এবার রেকর্ড সংখ্যক আয়কর রিটার্ন জমা পড়েছে। ২০২৩-২৪ মূল্যায়ন বছরের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত ৮ কোটি ১৮ লক্ষ আয়কর রিটার্ন জমা পড়ে। যা বিগত মূল্যায়ন বছরের এই একই সময়কালে জমা পড়েছিল ৭ কোটি ৫১ লক্ষ। এই সংখ্যা ২০২২-২৩ মূল্যায়ন বছরে জমা পড়া আয়কর রিটার্নের তুলনায় ৯ শতাংশ বেশি। এই সময়কালে অডিট রিপোর্ট সহ অন্য জ্ঞাতব্য নথি জমা পড়েছে ১ কোটি ৬০ লক্ষ। বিগত মূল্যায়ন বছরে যার পরিমাণ ছিল ১ কোটি ৪৩ লক্ষ।
এবার লক্ষ্য করা গেছে আয়করদাতারা আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি যত্নবান হয়েছেন। বার্ষিক আর্থিক তথ্য তারা নিজেরা বার বার খতিয়ে দেখেছেন। তার কারণ আয়কর রিটার্নে চাকরিজীবীদের মাইনে, তাদের জমা করা টাকার ওপর সুদ, লভ্যাংশ, টিডিএস সংক্রান্ত তথ্য ও অন্য ব্যক্তিগত তথ্যও নথিভুক্ত করতে হয়। এছাড়াও তাদের পূর্ববর্তী কোনো আর্থিক লোকসান এবং ম্যাট ক্রেডিট সংক্রান্ত তথ্যও যুক্ত করা হয়। বার্ষিক তথ্য বিবৃতি অর্থাৎ এআইএস এবং আয়করদাতার তথ্য সারসংক্ষেপ অর্থাৎ টিআইএস-এর সুবিধা চালু হওয়ায় নির্ঝঞ্ঝাটে এবং অনেক দ্রুত আয়কর রিটার্ন জমা দেওয়া সম্ভব হচ্ছে।
২০২৩-২৪ –এ ওএলটিএএস পেমেন্ট সিস্টেমের বদলে আয়কর তথ্য সংখ্যা অর্থাৎ টিন ২.০ এই ডিজিটাল ই-পে ট্যাক্স পেমেন্ট প্ল্যাটফর্ম সম্পূর্ণ রূপে চালু হওয়ায় আয়করদাতাদের ক্ষেত্রে তা বিশেষ সুবিধাজনক হয়ে উঠেছে। এর ফলে ইন্টারনেট ব্যাঙ্কিং, এনইএফটি/আরটিজিএস, ওটিসি, ডেবিট কার্ড, পেমেন্ট গেটওয়ে এবং ইউপিআই এই মাধ্যমগুলি করের ই-পেমেন্টের ক্ষেত্রেও করদাতা বান্ধব হয়ে উঠেছে। এছাড়াও আয়করদানে মানুষকে বেশি করে সচেতন করে তুলতে ই-মেল, এসএমএস এবং অন্যান্য উদ্ভাবনী প্রচারাভিযানের সাহায্য নেওয়া হয়। সমবেত এই প্রয়াসের ফলে ২০২৩-২৪ মূল্যায়ন বছরে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত ৯ শতাংশ বেশি আয়কর রিটার্ন জমা পড়েছে। ই-ফাইলিং হেল্প ডেস্ক করদাতাদের নানা প্রশ্নের উত্তর দিয়েছে। যার সংখ্যা ২৭ লক্ষ ৩৭ হাজারেরও বেশি। এই হেল্প ডেস্ক করদাতাদের সরাসরি ফোনের মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়া ছাড়াও ওয়েবইক্স এবং আরও উদ্ভাবনী মাধ্যমেও তাদের জিজ্ঞাসার উত্তর দেয়। অনলাইন রেসপন্স ম্যানেজমেন্টের মাধ্যমে আয়কর বিভাগের এক্স হ্যান্ডেল বিভিন্ন প্রশ্নের মীমাংসা সূত্র দেওয়া হয়।
কোনোরকম জরিমানা এড়াতে আয়করদাতারা আয়কর রিটার্নে সব তথ্য ঠিকঠাক জমা করেছেন কিনা তা সম্পূর্ণভাবে খতিয়ে দেখতে ৩০ দিনের বাড়তি সময় দেওয়া হয়ে থাকে।
PG/AB/SG
(Release ID: 1992328)
Visitor Counter : 333