কেন্দ্রীয়মন্ত্রিসভা

ভারত ও ইতালির মধ্যে পরিযান ও চলাচল চুক্তিতে মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 27 DEC 2023 3:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর, ২০২৩ 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতালি ও ভারতের মধ্যে ২ নভেম্বর, ২০২৩ তারিখে স্বাক্ষরিত পরিযান ও চলাচল চুক্তিতে অনুমোদন দিয়েছে। এর ফলে, দু’দেশের মানুষের মধ্যে যোগাযোগ, শিক্ষার্থী, দক্ষ কর্মী, ব্যবসায়ী এবং যুবা পেশাদারদের আদান-প্রদান বাড়বে। এই চুক্তিতে পড়াশোনার পরে ইন্টার্নশিপ, পেশাগত প্রশিক্ষণের সুযোগ থাকায় বর্তমানে ফ্লোস ডিক্রির আওতায় শ্রমিকদের আনাগোনার বিষয়টি আরও জোরদার হবে। 
ইতালিতে পড়াশোনার পরও পেশাগত প্রশিক্ষণের জন্য এক বছর থাকার সুযোগ পাবেন ভারতীয় শিক্ষার্থীরা। 
ফ্লোস ডিক্রির আওতায় ইতালি মরশুমী এবং মরশুমী নন, এমন ভারতীয় কর্মীদের ২০২৩-২৫ সময়কালের কোটা বেঁধে দিয়েছে। বেআইনি পরিযানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়টিতেও এই চুক্তির ফলে গতি আসবে। 

PG/AC/SB…



(Release ID: 1991081) Visitor Counter : 63