প্রধানমন্ত্রীরদপ্তর

সৌদি আরবের যুবরাজ তথা প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন বিষয়ের পাশাপাশি পশ্চিম এশিয়ার প্রসঙ্গও উঠে এল আলোচনায়

Posted On: 26 DEC 2023 8:33PM by PIB Kolkata

নতুন ২৬ ডিসেম্বর, ২০২৩


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সৌরি আরবের যুবরাজ তথা প্রধানমন্ত্রী মহম্মদ বিন সালমান বিন আব্দুলাজিজ আল সৌদ-এর সঙ্গে টেলিফোনে কথা বলছেন। 
এবছর সেপ্টেম্বরে ভারত সফরে এসেছিলেন সৌদি নেতা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর আলোচনায় দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক উঠে আসে। 
পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও মত বিনিময় করেন দুই নেতা। ইজরায়েল-প্যালেস্তাইন ইস্যুতে ভারতের অবস্থান ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক ত্রাণের উদ্যোগ অব্যাহত রাখার ওপর তিনি জোর দেন। ওই অঞ্চলে শান্তি ও সুস্থিতি ফেরাতে একযোগে কাজ করার কথা বলেছেন দুই নেতা। সমুদ্র পথ সুরক্ষার বিষয়টিও উঠে আসে তাঁদের আলোচনায়। 
এক্সপো ২০৩০ এবং ফিফা ফুটবল বিশ্বকাপ ২০৩৪ আয়োজনের দায়িত্ব প্রাপ্তির জন্য সৌদি আরবকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদী। 

PG/AC/CS…



(Release ID: 1990705) Visitor Counter : 48