মানবসম্পদবিকাশমন্ত্রক
শ্রেণীকক্ষে নির্বাচনী শিক্ষা
Posted On:
20 DEC 2023 7:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ ডিসেম্বর, ২০২৩
ভারত সরকারের শিক্ষা মন্ত্রক এবং নির্বাচন কমিশন ২০২৩-এর দোসরা নভেম্বর একটি সমঝোতাপত্র বা মউ স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী স্কুল ও কলেজের শিক্ষা ব্যবস্থায় নির্বাচন সংক্রান্ত ও ভোটদান সম্পর্কে আনুষ্ঠানিক শিক্ষা দেওয়া হবে। আগামীদিনে নতুন ভোটারদের যথাযথভাবে প্রস্তুত করতে এই পদক্ষেপ। এই মউ স্বাক্ষরের অন্যতম উদ্দেশ্য হল এর মাধ্যমে দেশের নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে তরুণ নাগরিকদের সম্পূর্ণ অবহিত করা, তাদের ভোটদানের আগ্রহ বাড়ানো এবং প্রত্যেক নির্বাচন প্রক্রিয়ায় উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করানো।
এই মউ অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রমে এনসিইআরটি-এর বইয়ে নির্বাচন সংক্রান্ত পাঠক্রম প্রস্তুত করা হবে। শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বিষয়বস্তু তৈরি করা হবে।
শ্রেণীকক্ষের পাঠক্রম ছাড়াও এই মউ-এর মাধ্যমে স্কুল/কলেজে নির্বাচন সংক্রান্ত ক্লাব ও গণতন্ত্র কক্ষ গড়ে তোলা হবে। প্রত্যেক পড়ুয়াকে ভোটদানের জন্য সংকল্প গ্রহণে উদ্বুদ্ধ করা হবে। আয়োজন করা হবে মহড়া নির্বাচনের। ইভিএম-ভিভিপ্যাট সম্পর্কে বিস্তারিত জানানো হবে এবং নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপ সম্পর্কেও যথাযথ তথ্য প্রদান করা হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিষদের নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করা হবে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান শিক্ষা প্রতিমন্ত্রী শ্রীমতি অন্নপূর্ণা দেবী।
PG/PM/NS
(Release ID: 1989101)
Visitor Counter : 108