কৃষিমন্ত্রক

মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা ও মাটির স্বাস্থ্য কার্ড প্রকল্প

Posted On: 19 DEC 2023 5:30PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ ডিসেম্বর, ২০২৩

 

ভারত সরকার ২০১৪-১৫ সাল থেকে সুস্থায়ী কৃষির জন্য মাটির স্বাস্থ্য ও উর্বরতায় জাতীয় প্রকল্পের আওতায় মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং মাটির স্বাস্থ্য কার্ড প্রকল্পগুলি বাস্তবায়িত করেছে। মাটির স্বাস্থ্য কার্ড কৃষকদের মাটিতে পুষ্টিগুণ সম্পর্কে তথ্য প্রদান করে থাকে। একই সঙ্গে মাটির স্বাস্থ্য ও তার উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পুষ্টির সঠিক মাত্রা প্রয়োগের সুপারিশ করে। এপর্যন্ত কৃষকদের ২৩.৫৮ কোটি মাটির স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। এখন এই প্রকল্পগুলিকে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা (আরকেভিওয়াই)-র মাটির স্বাস্থ্য ও উর্বরতা উপাদান হিসেবে যুক্ত করা হয়েছে। এই প্রকল্পের আওতায় মাটির স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য কৃষকদের সময়ে সময়ে নির্দেশিকা জারি করা হয়েছে। মাটির স্বাস্থ্য কার্ডের সুপারিশের উপর ভিত্তি করে জৈব সার সহ রাসায়নিক সারের ন্যায়সঙ্গত ব্যবহারের পরামর্শগুলি গ্রহণ করার জন্য কৃষকদের মধ্যে সচেতনতা তৈরিতে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়েছে। এপর্যন্ত সারা দেশে ৯ লক্ষ ৩ হাজার ৭৮১টি কৃষক প্রশিক্ষণ, ৬ লক্ষ ৪৫ হাজার কর্মশালা এবং ৭ হাজার ৪২৫টি কৃষক মেলা আয়োজিত হয়েছে। 

২০১৪-১৫ সাল থেকে এপর্যন্ত দেশে মোট ৮ হাজার ২৭২টি মাটির স্বাস্থ্য পরীক্ষাগার প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে স্থায়ী পরীক্ষাগার রয়েছে ১ হাজার ৬৮টি, ভ্রাম্যমান পরীক্ষাগার রয়েছে ১৬৩টি, ছোট পরীক্ষাগার রয়েছে ৬ হাজার ৩৭৬টি এবং গ্রামীণ স্তরের পরীক্ষাগার রয়েছে ৬৬৫টি।

পশ্চিমবঙ্গে মাটির স্থায়ী পরীক্ষাগার রয়েছে ২১টি। ত্রিপুরায় স্থায়ী পরীক্ষাগার রয়েছে ৪টি, ভ্রাম্যমান পরীক্ষাগার রয়েছে ২টি, ছোট পরীক্ষাগার রয়েছে ১০০টি এবং গ্রামীণ স্তরে পরীক্ষাগার রয়েছে ১৩টি। 

লোকসভায় আজ এক লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা।

PG/SS/SKD



(Release ID: 1988791) Visitor Counter : 77


Read this release in: English , Urdu , Hindi