আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

পথ বিক্রেতাদের সুরক্ষা

Posted On: 14 DEC 2023 3:56PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৪ ডিসেম্বর ২০২৩

 

শহরে স্ট্রিট ভেন্ডার (এসভি)-বা পথ বিক্রেতাদের অধিকার রক্ষায় এবং রাস্তায় পণ্য বিক্রির কাজকর্ম নিয়ন্ত্রণ করতে সরকার স্ট্রিট ভেন্ডার্স (প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং) আইন ২০১৪ বলবত করে। যেটি সংশ্লিষ্ট রাজ্যগুলি বিধি, কর্মসূচি, উপ-আইন এবং পরিকল্পনা তৈরি করার পর রূপায়ন করে । সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দেয় আইনের বিভিন্ন ধারা রূপায়নের জন্য। আইনে বলা হয়েছে যে, রাজ্য এবং শহরের স্থানীয় প্রশাসন ৫ বছরে অন্তত একবার এসভি-কে চিহ্নিত করতে সমীক্ষা করবে। দুটি সমীক্ষার মাঝের সময় যদি কেউ রাস্তায় পণ্য বিক্রি করতে চায়, তাহলে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কমিটি সেই ব্যক্তিকে ভেন্ডিং-এর শংসাপত্র দিতে পারে। পিএম স্বনিধি কর্মসূচির অধীনে মন্ত্রক পিএম স্বনিধির সুবিধাপ্রাপক এবং তাদের পরিবারের আর্থসামাজিক বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করার কর্মসূচি শুরু করে। এই কর্মসূচির লক্ষ্য যোগ্য এসভি-রা যাতে কেন্দ্রীয় সরকারি কল্যাণমূলক কর্মসূচিগুলির সুবিধা পায়। 

এছাড়া শহরের পথ বিক্রেতাদের সহায়তা করতে সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি দীনদয়াল অন্ত্যোদয় যোজনা - ন্যাশনাল আর্বান লাইভলিহুডস মিশন রূপায়িত করছে। এতে সামাজিক সুরক্ষার আওতায় পথ বিক্রেতাদের আনতে এবং তাদের ঝুঁকি / অনিশ্চয়তা হ্রাস করতে স্থানীয় নগর প্রশাসন পথ বিক্রেতাদের সম্মতি সাপেক্ষে ভারত সরকার অথবা রাজ্য সরকারি কোন নির্দিষ্ট বিমা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার সুযোগ দিতে পারে। 

লোকসভায় আজ লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী কৌশল কিশোর।


PG/AP/AS



(Release ID: 1986524) Visitor Counter : 72


Read this release in: English , Urdu , Hindi , Telugu