কেন্দ্রীয়মন্ত্রিসভারসচিবালয়
বঙ্গোপসাগরে আসন্ন ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর মোকাবিলায় ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি (এনসিএমসি)-র বৈঠকে প্রস্তুতি পর্যালোচনা
Posted On:
01 DEC 2023 6:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ ডিসেম্বর, ২০২৩
বঙ্গোপসাগরে আসন্ন ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর মোকাবিলায় ক্যাবিনেট সচিব শ্রী রাজীব গৌবার সভাপতিত্বে ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি (এনসিএমসি)-র বৈঠকে প্রস্তুতি পর্যালোচনা করা হয়। বৈঠকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও মন্ত্রকের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) মহানির্দেশক এই ঘূর্ণিঝড়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে ঘনীভূত এই ঘূর্ণিঝড় গত ৬ ঘন্টায় ১৩ কিলোমিটার বেগে পশ্চিম-উত্তর পশ্চিম অভিমুখে এগিয়েছে এবং আজ ভারতীয় সময় সকাল ১১-৩০ মিনিট নাগাদ পুদুচেরী থেকে পূর্ব-দক্ষিণ পূর্বে প্রায় ৭৩০ কিলোমিটার, চেন্নাই থেকে পূর্ব-দক্ষিণ পূর্বে ৭৪০ কিলোমিটার এবং মছলিপত্তনম থেকে দক্ষিণ-পূর্বে ৯১০ কিলোমিটার দূরে কেন্দ্রীভূত হয়েছে। ডিসেম্বরের ২ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর পশ্চিম অভিমুখে এগিয়ে গভীর নিম্নচাপের চেহারা নেবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং ৩ ডিসেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। এরপর, সেটি উত্তর-পশ্চিম অভিমুখে এগোবে এবং ৪ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। ৫ ডিসেম্বর দুপুরের আগেই ঘূর্ণিঝড়টি ঘন্টায় ৮০-৯০ কিলোমিটার বেগে নেল্লোর ও মছলিপত্তনমের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়বে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসন কী ধরনের ব্যবস্থা নিয়েছে, সে সম্পর্কে বৈঠকে বিস্তারিত জানান তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মুখ্যসচিব এবং পুদুচেরীর অর্থ সচিব। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যায় আশ্রয়ের ব্যবস্থার পাশাপাশি, বিদ্যুৎ সরবরাহ, ওষুধ এবং জরুরি পরিষেবা সচল রাখার ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পুদুচেরীর জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৮টি দল তৈরি করা হয়েছে। সেইসঙ্গে, অতিরিক্ত আরও ১০টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। উপকূলরক্ষী বাহিনী, সেনা এবং নৌ-বাহিনী ত্রাণ ও উদ্ধারের জন্য বিশেষ দল তৈরি করেছে। পাশাপাশি, জাহাজ এবং বিমানও প্রস্তুত রাখা হয়েছে।
পরিস্থিতি পর্যালোচনার পর ক্যাবিনেট সচিব প্রয়োজনীয় সমস্ত রকমের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন। কোনো প্রাণহানি যাতে না হয় এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি যথাসম্ভব কমানোর ব্যাপারে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। সেইসঙ্গে, দ্রুত যাতে সমস্ত আবশ্যিক পরিষেবা চালু করা যায়, তার ওপরও জোর দেওয়া হয়।
তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মুখ্যসচিব, পুদুচেরীর অর্থ সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, মৎস্য দপ্তরের সচিব, বিদ্যুৎ মন্ত্রকের সচিব, বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহণ মন্ত্রকের অতিরিক্ত সচিব, টেলিযোগাযোগ, এনডিএমএ-র সদস্য সচিব, আবহাওয়া দপ্তরের মহানির্দেশক, উপকূলরক্ষী বাহিনীর মহানির্দেশক ও স্বরাষ্ট্র মন্ত্রকের পদস্থ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।
PG/MP/DM
(Release ID: 1985464)
Visitor Counter : 145