তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav
iffi banner

‘মহিলারা এবং বাধা-বিপত্তি’ এই বিষয়ে চলচ্চিত্রাভিনেত্রী বিদ্যা বালান-এর সঙ্গে সাক্ষাৎকারপর্ব

গোয়া, ২৭  নভেম্বর, ২০২৩

 

চলচ্চিত্রাভিনেত্রী বিদ্যা বালান বলেছেন, অতীতে ভারতীয় চলচ্চিত্র জগতে মহিলা কলাকূশলীরা যেসব অসাধারণ চরিত্রে অভিনয় করেছেন এবং তাঁদের আরও কাজ করার ইচ্ছা বর্তমানে বিভিন্ন চলচ্চিত্রে মহিলা কেন্দ্রিক গল্পের ওপর নির্ভর করে চরিত্র তৈরি হচ্ছে। বিদ্যা বালান গোয়ায় আয়োজিত ৫৪তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই)মহিলারা ও তাঁদের বাধা-বিপত্তি শীর্ষক এক আলোচনাসভায় বক্তব্য রাখছিলেন।  

জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই চলচ্চিত্রাভিনেত্রী বিভিন্ন চরিত্রে অভিনয়ের বিষয়ে তাঁর ইচ্ছার কথা জানিয়ে বলেন, দর্শকের সঙ্গে যোগসূত্র তৈরি করতে পারে এমন চরিত্রে অভিনয়ের জন্য তিনি সদাই উন্মুখ। তিনি বলেন, চিরাচরিত ছকের বাইরে গিয়ে যেসব চরিত্র নির্মাণ করা হয় তাতে অভিনয় করা বিশেষ গুরুত্বপূর্ণ। 

প্রত্যেক চলচ্চিত্রে আলাদা আলাদ চরিত্রে অভিনয় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি চলচ্চিত্রেই তিনি নিজেকে ছাপিয়ে অভিনয় করতে চান। ভারতীয় চলচ্চিত্রে মহিলা কেন্দ্রিক চরিত্র নির্মাণের ওপর গুরুত্ব দেন তিনি।

তিন দশকেরও বেশি অভিনয়ের সময়ে তিনি পরিণীতা, ভুলভুলাইয়া, পা, কাহিনী, দ্য ডার্টি পিকচার, শকুন্তলাদেবী, সারেনী এবং জলসার মতো বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন।

    


PG/PM/NS…

iffi reel

(Release ID: 1980645)