তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

আইএফএফআই ৫৪’তে ‘বিশ্ব মঞ্চে ভারতীয় তথ্যচিত্র’ – এর উপর মাস্টারক্লাস অধিবেশন

গোয়া, ২৩ নভেম্বর, ২০২৩ 


গোয়ায় ৫৪তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ কলা অ্যাকাডেমীতে ‘বিশ্ব মঞ্চে ভারতীয় তথ্যচিত্র’ নিয়ে একটি মাস্টারক্লাস অধিবেশনের আয়োজন করা হয়। এই অধিবেশনে কার্তিকী গঞ্জালভেস, আর ভি রামানী, মিরিয়াম চ্যান্ডি মেনাচেরী, সাই অভিষেক এবং নীলোৎপল মজুমদার উপস্থিত ছিলেন। 
অধিবেশনটি সঞ্চালনা করেন আনসুল চতুর্বেদী। তথ্যচিত্রের বিভিন্ন মূল্যবান দিক, এর নির্মাণে নানা সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি ভারতীয় তথ্যচিত্রের আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলিতে এইসব তথ্যচিত্রের প্রদর্শন নিয়ে অধিবেশনে আলোচনা হয়েছে। 
বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক প্রেক্ষাপটগুলিকে কাজে লাগিয়ে তিনি কিভাবে তথ্যচিত্র নির্মাণ করেন চলচ্চিত্র নির্মাতা কার্তিকী গঞ্জালভেস সে সম্পর্কে বিস্তারিত জানান। প্রবীণ চলচ্চিত্র নির্মাতা আর ভি রামানীর ছবিগুলিতে সামাজিক দিক থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সবসময়েই স্থান পেয়ে এসেছে। তিনি এই ধরনের তথ্যচিত্রে বাণিজ্যিক লাভের বিষয়টির পরিবর্তে সমাজের বিভিন্ন দিককে যথাযথভাবে তুলে ধরার উপর গুরুত্ব দেন। মিরায়াম চ্যান্ডি মেনাচেরী পরিচালক ও প্রযোজক হিসেবে তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, মূলধারার সংবাদ মাধ্যমের সাহায্য এবং দর্শকদের আগ্রহ ও এ ধরনের চলচ্চিত্র নির্মাণে অর্থের সঙ্কুলানের বিষয়গুলি উৎসাহী চলচ্চিত্র নির্মাতাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
সাই অভিষেক ভারতীয় তথ্যচিত্রের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, ফিল্ম ক্লাব এবং বিপণন সংস্থাগুলির সহায়তা অত্যন্ত জরুরি। তথ্যচিত্র নির্মাতা নীলোৎপল মজুমদার মনে করেন, তথ্যচিত্র নির্মাণের মধ্য দিয়ে মানুষের বিভিন্ন অভিজ্ঞতাকে তুলে ধরা যায়। 
এই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের চলচ্চিত্র শাখার নির্দেশক শ্রী আর্মস্ট্রং পামে জানান, কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট এবং পুণার ফিল্ম অ্যান্ড টেকনোলজি ইন্সটিটিউট অফ ইন্ডিয়াতে তথ্যচিত্র নির্মাণ সংক্রান্ত স্বল্পদৈর্ঘ্যের পাঠক্রম চালু হতে চলেছে। দূরদর্শনেও তথ্যচিত্র প্রদর্শনের জন্য কিছু সময় বরাদ্দ করা হবে। এবছর থেকে আইএফএফআই ফিল্ম ২০ কোটি টাকার একটি তহবিল গড়ে তোলা হয়েছে। চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে এনএফডিসি-র মাধ্যমে এই তহবিলের সুবিধা পাওয়া যাবে। 

PG/CB/SB…


(रिलीज़ आईडी: 1979413) आगंतुक पटल : 144
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , हिन्दी , English , Urdu , Marathi , Assamese