ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার আওতায় কেন্দ্র বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করছে

Posted On: 15 NOV 2023 6:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ নভেম্বর, ২০২৩ 


কেন্দ্রীয় সরকার দেশের দরিদ্র সুবিধাভোগীদের আর্থিক বোঝা কমাতে এবং দেশব্যাপী জাতীয় খাদ্য নিরাপত্তা আইন (২০১৩) বাস্তবায়িত করতে পয়লা জানুয়ারি, ২০২৩ তারিখ থেকে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে অন্ত্যোদয় অন্ন যোজনার সুবিধাভোগী পরিবারগুলি ও দরিদ্র শ্রেণীর জনগণকে বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করছে। 
দরিদ্রদের জন্য নির্দিষ্ট খাদ্যশস্য সহজে স্বল্প ব্যয়ে তাঁদের কাছে পৌঁছনোর জন্য জাতীয় খাদ্য নিরাপত্তা আইন, ২০১৩ ‘এক দেশ, এক দাম, এক রেশন’ চালু হয়। 
এই খাদ্যশস্য প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার খাদ্য সংগ্রহ, বন্টন, পরিবহণ ও প্রদান সংক্রান্ত যাবতীয় ব্যয়ে ভর্তুকি দিয়ে থাকে। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা দেশে খাদ্য নিরাপত্তা-শৃঙ্খলকে আরও মজবুত করতে চালু করা হয়েছে। এর আওতায় দুটি ভর্তুকি প্রকল্প রয়েছে। প্রথমটি হ’ল – এফসিআই-কে খাদ্য ভর্তুকি এবং দ্বিতীয়টি হ’ল – ডিসিপি-কে খাদ্যে ভর্তুকি। এনএফএসএ সুবিধাভোগীদের বিনামূল্যে যে খাদ্যশস্য সরবরাহ করা হয়, তার অতিরিক্ত ব্যয়ভার বহন করে ভারত সরকার। 
জাতীয় খাদ্য নিরাপত্তা আইন, ২০১৩, জনগণনা ২০১১ অনুযায়ী গ্রামাঞ্চলের জনসংখ্যার ৭৫ শতাংশ ও শহর এলাকার ৫০ শতাংশ পর্যন্ত জনগণকে সুবিধা প্রদান করে। এর ফলে, সমাজের দুর্বলতর শ্রেণীর জনগণ বিশেষভাবে উপকৃত হন। বর্তমানে দেশে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার আওতায় ৮১ কোটি ৩৫ লক্ষেরও বেশি সুবিধাভোগী বিনামূল্যে খাদ্যশস্য পান। 

PG/PM/SB


(Release ID: 1977369) Visitor Counter : 285


Read this release in: English , Urdu , Hindi , Telugu