প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

সরকারি জনকল্যাণমুখী কর্মসূচিগুলি দেওয়ালি উদযাপনের মুহূর্তে দেশের প্রতিটি পরিবারে খুশির রোশনাই এনে দিয়েছে : প্রধানমন্ত্রী

Posted On: 10 NOV 2023 3:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ নভেম্বর, ২০২৩

 

“দেশের জনকল্যাণমুখী কর্মসূচিগুলি প্রতিটি পরিবারেই দীপাবলি উদযাপনকালে খুশির রোশনাই এনে দিয়েছে। এই ঘটনায় আমি বিশেষভাবে সন্তুষ্ট #VocalForLocal।”

সম্প্রতি MyGovIndia এক্স হ্যান্ডেলে এক ভিডিওয় ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’, ‘উজ্জ্বলা যোজনা’, ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা’, ‘প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা’, ‘আয়ুষ্মান ভারত কর্মসূচি’, ইউপিআই-এর সাহায্যে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন এবং ‘স্টার্ট-আপ ইন্ডিয়া’ সহ বিভিন্ন সরকারি কর্মসূচির সাফল্য সম্পর্কে এক বার্তা তুলে ধরা হয়। এর প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে এক বার্তায় এইভাবেই তাঁর সরকারের এই কর্মসূচিগুলির সাফল্যে বিশেষ সন্তোষ প্রকাশ করেন।

PG/SKD/DM


(Release ID: 1976389) Visitor Counter : 97