প্রধানমন্ত্রীরদপ্তর
কৌশল দীক্ষান্ত সমারোহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা
प्रविष्टि तिथि:
12 OCT 2023 1:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ অক্টোবর, ২০২৩
নমস্কার!
দক্ষতা বিকাশকে উদযাপন করার মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে। কৌশল দীক্ষান্ত সমারোহে দেশের বিভিন্ন প্রান্তের দক্ষতা বিকাশ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলির সাফল্য ফুটে ওঠে। তা সমকালীন ভারতের অগ্রাধিকারকেও তুলে ধরে। আজ হাজার হাজার যুবক-যুবতী এই কর্মসূচির সঙ্গে প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত। ভবিষ্যতে তাঁদের আরও সাফল্য কামনা করি।
আমার যুব বন্ধুরা,
প্রতিটি দেশের কিছু নিজস্ব সম্পদ থাকে, যেমন – প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ কিংবা বিস্তীর্ণ উপকূল রেখা। এই সম্পদকে কাজে লাগানোর শক্তি রয়েছে যুবসমাজের মধ্যেই। তরুণ প্রজন্ম শক্তিশালী হলে দেশ এগিয়ে যায়। আজ ভারত যুবসমাজের ক্ষমতায়নে বিশেষভাবে উদ্যোগী। এর ফলে, সমগ্র বাস্তুতন্ত্রেই অভূতপূর্ব উন্নতি হচ্ছে। এক্ষেত্রে দ্বিমুখী কৌশল নিয়ে এগিয়ে চলেছে দেশ। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের যুবক-যুবতীদের নতুন সুযোগ কাজে লাগানোয় দক্ষ করে তুলছি। প্রায় চার দশক পর একটি নতুন জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছে। গড়ে তোলা হয়েছে আরও অনেক মেডিকেল কলেজ, আইআইটি, আইআইএম এবং আইটিআই। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় প্রশিক্ষিত হয়ে উঠছেন লক্ষ লক্ষ যুবক-যুবতী। পাশাপাশি, আমরা আমাদের চিরাচরিত ক্ষেত্রগুলিকেও শক্তিশালী করে তুলছি, যেখানে কর্মসংস্থান এবং ঔদ্যোগিকতার বিপুল সম্ভাবনা রয়েছে। বিভিন্ন ধরনের পণ্য ও পরিষেবা রপ্তানীতে ভারত নতুন নতুন নজির তৈরি করছে। একই সঙ্গে, আপনাদের মতো সম্ভাবনাময় যুবক-যুবতীর জন্য মহাকাশ, স্টার্টআপ, ড্রোন, অ্যানিমেশন, বৈদ্যুতিক যান, সেমিকন্ডাক্টর এবং আরও নানা ক্ষেত্রে নতুন সুযোগের দরজা খুলে যাচ্ছে।
বন্ধুগণ,
সারা বিশ্বই মেনে নিয়েছে যে, এই শতকটি হ’ল ভারতের। এর কারণ হ’ল – দেশের যুবশক্তি বিশ্বের অনেক দেশেই জনসংখ্যার অনুপাতে প্রবীণদের সংখ্যাধিক্য। ভারতের ছবিটা ঠিক উল্টো। ফলে, দক্ষ যুবসম্পদের জন্য সারা পৃথিবী তাকিয়ে রয়েছে ভারতের দিকেই। বিশ্ব দক্ষতা মানচিত্রায়নের বিষয়ে ভারতের প্রস্তাব জি-২০ শিখর সম্মেলনে গৃহীত হয়েছে। এর ফলে, আপনাদের মতো যুবক-যুবতীর সামনে সুযোগ ও সম্ভাবনার পরিসর আরও বেড়ে যাবে। ভারত সরকার আপনাদের পাশে রয়েছে। আগের সরকারের আমলে দক্ষতা বিকাশের দিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। আমাদের সরকার এই ক্ষেত্রে একটি পৃথক মন্ত্রক তৈরি করেছে। যুবক-যুবতীদের দক্ষতা বিকাশের প্রশ্নে বিপুল পরিমাণে বিনিয়োগ হচ্ছে ভারতে। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় এখনও পর্যন্ত ১.৫ কোটি যুবক-যুবতী প্রশিক্ষণ পেয়েছেন। শিল্পাঞ্চলগুলিতে গড়ে তোলা হচ্ছে আরও বেশি সংখ্যায় দক্ষতা বিকাশ কেন্দ্র, যাতে তরুণ প্রজন্ম শিল্প মহলের চাহিদা পূরণ করতে পারে।
বন্ধুগণ,
সময় বদলেছে। কোনও বিষয়ে একবার প্রশিক্ষণ পেলেই তা সারা জীবনের জন্য যথেষ্ট – এমনটা কিন্তু নয়। সময়ের দাবি হ’ল – দক্ষতার বিকাশ, দক্ষতার আরও বিকাশ এবং পুনরায় দক্ষতার বিকাশ। বিগত ৯ বছরে দেশে তৈরি হয়েছে প্রায় ৫ হাজার নতুন আইটিআই। এই প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার্থীদের আসন সংখ্যা বেড়েছে ৪ লক্ষেরও বেশি। আরও উন্নত করে তোলা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলিকে।
বন্ধুগণ,
দক্ষতা বিকাশের ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার শুধুমাত্র মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি বা নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। মহিলাদের নিয়ে গড়ে উঠছে একের পর এক স্বনির্ভর গোষ্ঠী। সদস্যারা ড্রোন প্রযুক্তিতে প্রশিক্ষিত হয়ে উঠছেন। এর পাশাপাশি, আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বকর্মা সঙ্গীরা, যাঁদের পরিষেবা ব্যতীত কোনও কাজই সম্ভব নয়। চিরাচরিত প্রথা অনুযায়ী তাঁরা প্রশিক্ষণ পেয়ে থাকেন পূর্বসূরীদের কাছ থেকে। এখন পিএম বিশ্বকর্মা যোজনার আওতায় চিরাচরিত দক্ষতার সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটানো হচ্ছে।
আমাদের যুব বন্ধুগণ,
ভারতের অর্থনীতি প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে খুলে যাচ্ছে নতুন সম্ভাবনার নানা পরিসর। সাম্প্রতিক একটি সমীক্ষা অনুযায়ী, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির নিরিখে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে। গত ছ’বছরের মধ্যে বেকারত্বের হার পৌঁছেছে সর্বনিম্ন স্তরে - একথা প্রযোজ্য শহর এবং গ্রাম দুটি ক্ষেত্রেই। অর্থাৎ, উন্নয়নের সুফল শহরের পাশাপাশি পৌঁছচ্ছে গ্রামেও। সমীক্ষায় আর যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে এসেছে, তা হ’ল – কর্মজগতে মহিলাদের অংশগ্রহণ ব্যাপকভাবে বেড়েছে। মহিলাদের ক্ষমতায়নে সাম্প্রতিক বছরগুলিতে সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল স্পষ্টভাবে পরিলক্ষিত।
বন্ধুগণ,
আন্তর্জাতিক অর্থ ভান্ডারের প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরগুলিতে বড় দেশগুলির মধ্যে ভারতীয় অর্থনীতি হয়ে উঠবে দ্রুততম বিকাশশীল। বিশ্বের বৃহত্তম তিনটি অর্থনীতির মধ্যে ভারতের অন্তর্ভুক্তি আমার লক্ষ্য। আগামী তিন – চার বছরের মধ্যেই তা সম্ভব হবে বলে মনে করে আন্তর্জাতিক অর্থ ভান্ডার।
বন্ধুগণ,
আপনাদের সামনে রয়েছে বিপুল সম্ভাবনার পরিসর। দক্ষ মানবসম্পদের প্রশ্নে ভারতকে বিশ্বের বৃহত্তম প্রাণকেন্দ্র করে তুলুন। ভবিষ্যতে আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
(প্রধানমন্ত্রীর মূল ভাষণটি ছিল হিন্দিতে)
PG/AC/SB
(रिलीज़ आईडी: 1973797)
आगंतुक पटल : 130
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam