আয়ুষ

এবছরের আয়ুর্বেদ দিবসের মূল ভাবনা ‘সকলের স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ’, দিন টি উদযাপিত হবে বিশ্বের ১০০টি দেশে

Posted On: 17 OCT 2023 5:52PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ই অক্টোবর ২০২৩

 

    এবছর আয়ুর্বেদ দিবস উদযাপিত হবে বিশ্বের প্রায় ১০০টি দেশে। মূল ভাবনা ‘সকলের স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ’। ১০ ই নভেম্বর ২০২৩, ধন্বন্তরী জয়ন্তীতে আয়ুর্বেদ দিবস উদযাপন সফল করে তুলতে আয়ুষ মন্ত্রকের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে অন্য সব মন্ত্রক। আয়ুষ মন্ত্রক আজ বিভিন্ন মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে। পৌরহিত্যে ছিলেন আয়ুষ মন্ত্রী বৈদ্য রাজেশ কোটেচা।
    বৈঠকে স্বরাষ্ট্র, সংস্কৃতি, বিদেশ, জলসম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তি, আদিবাসী বিষয়ক দফতর, সিএসআইআর-এর মতো প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আয়ুর্বেদ দিবস উদযাপনকে আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে সফল করে তুলতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন।
    আয়ুর্বেদ দিবসে ৩ টি বিষয়ের ওপর বিশেষ ভাবে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন আয়ুষ সচিব। এগুলি হল ‘শিক্ষার্থীদের জন্য আয়ুর্বেদ‘, ‘কৃষকদের জন্য আয়ুর্বেদ’ এবং ‘জনস্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ’। ‘প্রতিদিন সকলের জন্য আয়ুর্বেদ’- এই বার্তা পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে। আন্তর্জাতিক স্তরে আয়ুর্বেদকে জনপ্রিয় করে তোলার পাশাপাশি মানুষ, পশুপাখি, গাছপালা ও পরিবেশের কল্যাণে তাকে প্রয়োগ করার প্রবণতা বাড়ানো হল আয়ুর্বেদ দিবস উদযাপনের লক্ষ্য। 

PG/ AC /SG/



(Release ID: 1968682) Visitor Counter : 91